অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
মেলবোর্ন টেস্টের দুরন্ত ফর্মের পুনরাবৃত্তি শুভমন গিলের, তার অর্ধশতরানে সিডনি টেস্টে ফিরে এল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি ঝকঝকে অর্ধশতরান করতে তাকে যোগ্য সঙ্গ দেন ওপেনার ও সহ অধিনায়ক রোহিত শর্মা। দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ৯৬। ক্রিজে অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে রয়েছেন চেতেশ্বর পূজারা।
দ্বিতীয় দিনে স্টিভ স্মিথের সঙ্গেও ১০০ রানের পার্টনারশিপ গড়েন মার্নাস লাবু সেন। তিনি ৯১ রান করে আউট হন। এরপর অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ফর্মে ফিরলেন স্টিভ স্মিথ করলেন শত রান ২২৬ বলে ১৩১ রানের ইনিংস খেলেন স্টিভ স্মিথ। ৩৩৮ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
আরও পড়ুনঃ ব্রিসবেনে খেলতে আপত্তি নেই, তবে কোয়ারেন্টাইন নিয়ম মানবে না শর্ত বিসিসিআইয়ের
ভারতের হয়ে ৪টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। এছাড়া জাদ্দু স্মিথকে দুর্দান্ত রান আউটও করেন তিনি। জাদেজা ছাড়া ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং ডেবিউট্যান্ট নভদীপ সাইনি। এক উইকেট নেন মহম্মদ সিরাজ।
আরও পড়ুনঃ দেশের জাতীয় সংগীত শুনে আবেগে কেঁদে ফেললেন সিরাজ
জবাবে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করেন রোহিত এবং গিল, রোহিত একবার আউট হয়ে গেলে রিভিউ নিয়ে ফিরে আসেন। তবে বাঁচতে পারলেন না ২৬ রান করে হ্যাজেল উডের বলে কট এন বোল্ড হন এরপর গিল ৫০ রান করে, কামিন্সের ডেলিভারিতে ফিরে যান এবার ভারতের দায়িত্ব অধিনায়ক রাহানের উপর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584