নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রাজনৈতিক মূলধন আছে আর মাত্র ছ’ মাসের, যা দিয়ে আগামী মার্চ মাসের মধ্যে তাঁকে দেশের অর্থনীতির হাল ফেরাতে হবে, বললেন সুব্রমনিয়ম স্বামী।
সরকারের নিজের সমস্ত অর্থনৈতিক সমীক্ষার হিসেবে দেখা যাচ্ছে প্রতিটি সূচক ঋণাত্মক অভিমুখে, যা অর্থনীতি ভেঙে পড়ার আগের অবস্থা জানান দিচ্ছে, বললেন বর্ষীয়ান অর্থনীতিবিদ ও বিজেপি নেতা সুব্রমনিয়ম স্বামী। বিজেপির অর্থনীতির বিরুদ্ধে হামেশাই সোচ্চারে বলতে শোনা যায় তাঁকে।
Get ready to say good bye to ₹ 5 trillion if no new economic policy is forthcoming. Neither boldness alone or knowledge alone can save the economy from a crash. It needs both. Today we have neither
— Subramanian Swamy (@Swamy39) August 31, 2019
বর্তমান অর্থনৈতিক বর্ষে প্রথম কোয়ার্টারে জিডিপি ৫% শতাংশ কমে যাওয়ার পরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের দিশাহীন অর্থনীতিই এর জন্য দায়ী। ব্যংক সংযুক্তিকরণ কোনো নীতি নয় যা অর্থনীতিকে বাঁচাতে পারে।
আরও পড়ুনঃ দিল্লি দাঙ্গা: ‘পিঞ্জরা তোড়’ কর্মী নাতাশা নারওয়ালের জামিন মঞ্জুর
বিজেপি বিশাল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল যাদের জন্যে তারা আসলেই ‘নন ইকনমিক ফ্রন্ট’ স্বাভাবিক ভাবেই এই সব ইস্যু তাদের বোঝার বাইরে। কিন্তু যখন বাস্তব সামনে এসেছে, দেখা যাচ্ছে বেকারত্ব হু হু করে বাড়ছে, কৃষকের অবস্থা শোচনীয়। আর ছ’ মাসের ভেতর যদি অর্থনীতি শোধরানো না যায় মানুষ সোজাসুজি চ্যালেঞ্জ জানাবে মোদীকে।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালানোয় রেলের ক্ষতি হয়েছে, দাবি রেলমন্ত্রীর
বিজেপির আগামী নির্বাচনী এজেন্ডা প্রসঙ্গে স্বামী বলেন, পাকিস্তানের হাত থেকে কাশ্মীর উদ্ধার একমাত্র ইস্যু হতে পারে, তার বাইরে আর কিছু নেই বিজেপির হাতে। তবে এই হারে যদি মানুষ কাজ হারান। অর্থনৈতিক নীতিই আসল ইস্যু হয়ে দাঁড়াবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584