ফের অস্বস্তিতে বিজেপি, বাংলাদেশ ইস্যুতে টুইটারে বিঁধলেন সুব্রমনিয়ন স্বামী

0
74

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রমনিয়ন স্বামীর চাঁছাছোলা বক্তব্যে প্রায়ই অস্বস্তিতে পড়তে হয় মোদী সরকারকে, বাংলাদেশ ইস্যুতেও তার অন্যথা হল না। স্বামীর ধারালো টুইটে ফের অস্বস্তিতে শাসকদল বিজেপি।

Subramanian Swamy
সুব্রমনিয়ম স্বামী

স্বামীর প্রশ্নের সূত্র ধরে এ প্রসঙ্গে সুর চড়িয়েছে তৃণমূলও। সরকারিভাবে স্বামীর মন্তব্যের কোন প্রতিক্রিয়া দেয়নি বিজেপি নেতৃত্ব এমনকি তাঁর মন্তব্যকে একেবারে উড়িয়ে দিয়ে কোন প্রেস বিবৃতিও দেয়নি বিজেপি। তবে গেরুয়া শিবিরের রাজ্য স্তরের নেতাদের বক্তব্য এমন মন্তব্য না করলেই পারতেন তিনি।

সুব্রমনিয়ন স্বামী বলেছেন, ‘বাংলাদেশে হিন্দুদের গণহত্যা চলছে। এ নিয়ে বিজেপি প্রতিবাদ করছে না কেন? আমরা কি বাংলাদেশকেও ভয় পাচ্ছি? লাদাখে চিনা আগ্রাসনের পর আফগানিস্তানে তালিবান আমাদের ভয় দেখাচ্ছে। এখন আমরা ওদের সঙ্গে আলোচনা করতে চলেছি। এরপর কি আমরা মলদ্বীপকেও ভয় পাব?’

আরও পড়ুনঃ মস্কোয় তালিবান উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ভারতের, আফগানবাসীদের সমস্তরকম আশ্বাস মানবিক সহায়তার

স্বামীর এই মন্তব্যকে সমর্থন করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। পাল্টা বলেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। স্বামীর টুইট ঘিরে আপাতত রাজ্য ও জাতীয় রাজনীতিতে শোরগোল যথেষ্টই কিন্তু চুপ দিল্লির বিজেপি নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here