দুর্বৃত্তে ভরে গেছে বিজেপির আইটি সেল, অভিযোগ সুব্রমনিয়ম স্বামীর

0
86

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিজেপি আইটি সেল দুর্বৃত্তে ভরে গেছে, বরখাস্ত করা দরকার আইটি সেলের প্রধান অমিত মালব্যকে, ক্ষোভ উগরে দিলেন সুব্রমনিয়ম স্বামী।

Amit Mallbya and Subramanian Swamy | newsfront.co
অমিত মালব্য এবং সুব্রমনিয়ম স্বামী। সংগৃহীত চিত্র

বিজেপির রাজ্য সভার সাংসদ সুব্রমনিয়ম স্বামীর সঙ্গে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরোধ এবার প্রকাশ্যে। স্বামী অভিযোগ করেন, অমিত মালব্য বিশাল সংখ্যায় ফেক টুইটার আইডি থেকে টুইট করিয়ে সুব্রমনিয়ম স্বামীর বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন।

সুব্রমনিয়ম স্বামী নিজে টুইট করে অভিযোগ তুলেছেন ” অমিত মালব্যর নির্দেশ অনুযায়ী গোটা আইটি সেল ফেক টুইট করে দাঙ্গা লাগানোর মত জঘন্য চক্রান্ত করে। আমাদের দল পুরুষোত্তমের মর্যাদা সম্পন্ন দল, রাবণ বা দুঃশাসনের দল নয়। আমি এসব এড়িয়ে যেতেই পারি, কিন্তু দলের উচিত এই সম্পূর্ণ প্রক্রিয়ার পিছনে যারা তাদের বরখাস্ত করা।”

আরও পড়ুনঃ ১০ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার! অর্জুনের বিরুদ্ধে এফআইআর অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের

টুইটারে বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে সুব্রমনিয়ম স্বামী বলেন কেন তিনি মোদী সরকার ও রাম মন্দিরের বিরুদ্ধে ছিলেন। এই মুহূর্তে জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা নেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন স্বামী, এই প্রসঙ্গে একাধিক টুইট করে নিজের বিরোধী মত জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বীরভূমে বিজেপি – তৃণমূল সংঘর্ষ

তার মধ্যে একটি টুইটে তিনি লিখেছেন, ” ছাত্র সমাজের বিপুল বিরোধিতা সত্বেও মোদী সরকার এখনই জয়েন্ট এন্ট্রান্স নিট পরীক্ষা নিতে বদ্ধপরিকর। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে এখনও, অর্থনীতি ধুঁকছে তার মাঝে পরীক্ষা যেন জালিয়ানওয়ালা বাগকে মনে করায়, নিরপরাধদের গুলি করে মারা।” অমিত মালব্য বা বিজেপির পক্ষ থেকে এই প্রসঙ্গে কেউই মুখ খোলেননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here