জাতীয় সঙ্গীত বদলে ফেলার পরামর্শ জানিয়ে মোদীকে চিঠি বিজেপি সংসদের

0
103

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বাংলা জয়ের লক্ষ্যে বাঙালি আবেগকে কাজে লাগাতে এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-স্বামী বিবেকানন্দের শরণাপন্ন বঙ্গ বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডা- সকলের মুখেই এখন বাঙালির আবেগের কবিগুরুর কথা।

subramanian swamy | newsfront.co
সুব্রহ্মণ্যম স্বামী

যদিও কয়েকদিন আগে কলকাতায় এসে রবীন্দ্রনাথের জন্মস্থান বিশ্বভারতী বলে দলের অস্বস্তি বাড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। অন্যদিকে ৩৬০ডিগ্রি ঘুরে রবীন্দ্রনাথ রচিত জাতীয় সঙ্গীতই পাল্টে দেওয়ার আর্জি বিজেপি সংসদের। প্রধানমন্ত্রীকে দু’পাতার চিঠি লিখে জন-গণ-মন-অধিনায়ক বদলে দেওয়ার আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

আরও পড়ুনঃ কৃষকদের সাহায্য করতে সরকার দায়বদ্ধ, শনিবার বার্তা মোদীর

উচ্ছসিত হয়ে সেকথা আবার নিজের টুইটার হ্যান্ডেলেও জানিয়েছেন স্বামী। বিজেপি সাংসদের এমন আর্জিতে স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় সর্বত্র। একদিকে বাংলার ভোট জিততে বাঙালি আবেগে ভরসা রাখছে তাঁর দল, আবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত পাল্টে ফেলতে চাইছেন বিজেপি সাংসদ, প্রশ্ন উঠেছে বিদ্বজ্জন মহলে যে কেন এই দ্বিচারিতা!জানা গিয়েছে, বর্ষীয়ান বিজেপি নেতার আপত্তি হল’ সিন্ধু’ শব্দটি নিয়ে।

তাঁর মতে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতে কয়েকটি শব্দ নিয়ে অনাবশ্যক জটিলতা আছে। তাই জন-গণ-মন-অধিনায়কের বদলে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের গাওয়া গানটি বেশি পছন্দ স্বামীর। আইএনএ-এর জাতীয় সংগীতে প্রথম পংক্তি ছিল ‘শুভ সুখ চায়েন’।

আরও পড়ুনঃ আর কৃষক বিক্ষোভ নেই…! মন্তব্য পীযূষের

নেতাজির নির্দেশে আইএনএ-র দুই সদস্য মুমতাজ হোসেন এবং কর্নেল আবিদ হাসান সাফরানি গানটি লিখেছিলেন ১৯৪৩ সালে, সুর দিয়েছিলেন ক্যাপ্টেন রাম সিংহ ঠাকুর। জাতীয় সঙ্গীতের শব্দ বদল করা যায় কিনা সে বিষয়ে আইন কি বলছে! দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের মন্তব্য তুলে ধরে, চিঠিতে জাতীয় সঙ্গীত বদলের পক্ষে যুক্তি সাজিয়েছেন স্বামী।

১৯৮৯ সালে রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন যে, জাতীয় সঙ্গীতের শব্দ পরিবর্তন বা সংশোধন করা সম্ভব। সিন্ধু শব্দটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের চিরাচরিত অখণ্ড ভারতের তত্ত্বকে সমর্থন করে। স্বামীর আশা, আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনের আগেই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে মোদী সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here