ভূমি উচ্ছেদ প্রতিরোধ আন্দোলন নন্দীগ্রামের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসলঃ সুব্রত বক্সী

0
116

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

ভুবনখ্যাত পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ আন্দোলনের ইতিহাস গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চিহ্নিত। ৭ ই জানুয়ারী ভাঙাবেড়ায় সিপিআইএম হার্মাদদের হাতে শহীদ হওয়া ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি, সেক সেলিম-এর স্মরণ সভা আয়োজিত হয়।

Subrata Bakshi | newsfront.co
নিজস্ব চিত্র

ভোরে ভাঙাবেড়া শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ স্মরণ ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ সুব্রত বক্সী।

Nandigram Dibas | newsfront.co
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন নন্দীগ্রামের শহীদ মাতা ফিরোজা বিবি, সহকারী সভাধিপতি সেক সুপিয়ান, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, সহঃ সভাপতি আবু তাহের, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, পার্থ প্রতিম দাস, স্বদেশ দাস, প্রনব মহাপাত্র, সেক সাহাউদ্দিন, সোয়েম কাজী, আসগর আলি প্রমুখ নেতৃবৃন্দ। পরে ভাঙাবেড়ায় শহীদ স্মরণ সভায় বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ সুব্রত বক্সী।

Nandigram | newsfront.co
নিজস্ব চিত্র

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক ফিরোজা বিবি, সহঃ সভাধিপতি সেক সুপিয়ান, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, সহঃ সভাপতি আবু তাহের, পার্থ প্রতিম দাস, স্বদেশ দাস, প্রনব মহাপাত্র প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সঞ্জয় পাত্র।

আরও পড়ুনঃ নেতাই কার! শুভেন্দু বনাম তৃণমূল

তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সুব্রত বক্সী বলেন, ” নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ আন্দোলন নন্দীগ্রামের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় উপস্থিতি ও অনুপ্রেরণা আন্দোলনকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। যৌথ নেতৃত্বের মাধ্যমে আন্দোলন সফলতা পেয়েছিল।

TMC Leaders | newsfront.co
নিজস্ব চিত্র

শহীদদের রক্তস্রোত ও অগণিত মানুষের নিরবিচ্ছিন্ন সংগ্রাম ও ত্যাগের উপর দাঁড়িয়ে সারা দুনিয়ায় নন্দীগ্রাম ভূমি আন্দোলন শাসকের ভিতকে নাড়িয়ে দিয়েছিল।” জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন নন্দীগ্রাম ভূমি আন্দোলন নন্দীগ্রামের আপামর মানুষের ত্যাগ, তিতিক্ষা ও সংগ্রামের সম্মিলিত মঞ্চের সফলতার ইতিহাস।

আরও পড়ুনঃ নেতাইয়ের শহীদ বেদীতে শুভেন্দুর শ্রদ্ধাজ্ঞাপন

জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে ছাদের ভূমিকা পালন করেছেন। কেউ নন্দীগ্রাম আন্দোলনের পেটেন্ট দাবী করতে পারেন না। শহীদদের রক্তে রাঙানো পথকে নিজের রাজনৈতিক প্রতিষ্ঠার প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে মমতার ক্ষমতা ভোগ করে উচ্চাকাঙ্খা পূরণের জন্য পথভ্রষ্ট হয়ে বিভেদ কামী ও মেরুকরণের রাজনীতির দিশারী বিজেপির পতাকাতলে শামিল হয়ে গণআন্দোলনকে অপবিত্র করেছেন তাঁকে নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ ক্ষমা করবে না বলে দৃঢ়তার সাথে অভিমত প্রকাশ করেন মামুদ হোসেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here