পিকে চুনী নিয়ে আবেগতারিত সুভাষ

0
104

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

হাড় হিম করা করোনা পরিস্থিতির পর খানিকটা অক্সিজেন পেল কলকাতা ময়দান। পুজোর আগে মঙ্গলবার, কলকাতা প্রেস ক্লাবে ভিশন অফ বেঙ্গল আয়োজিত কলকাতা ফুটবল ফেস্টিভ‍্যাল ২০১৯-‘২০ হয়ে গেল। এই অনুষ্ঠানে চুনী গোস্বামী স্মারক সম্মান পেলেন সুব্রত ভট্টাচার্য।

Football festival | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

সুভাষ ভৌমিককে পি কে ব‍্যানার্জি স্মারক দিয়ে সম্মান জানাল ভিশন অফ বেঙ্গল। একই সঙ্গে গতবারের কলকাতা লিগ জয়ী দলের প্রবীণ কোচ জহর দাসকে দেওয়া হল অমল দত্ত স্মারক সম্মান।

Kolkata Football festival | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

আরও পড়ুনঃ প্রয়াত প্রাক্তন সিএবি কর্তা

পিকের শিষ্য সুভাষ ভৌমিক জানান, “আমার বাবা মা’র পর আমার জীবনে প্রদীপ দার প্রভাব। চোটে খেলতে পারবো না প্রদীপ দা আমার পা টিপে দিচ্ছে, সেটা দেখে আমিও মাঠে নামার আগুন পাই। প্রদীপদার সঙ্গে আমি যে ভাবে মিশেছি, তাতে কয়েক হাজার পাতার বই লিখে দিতে পারি। আমার উপর এই মানুষটার প্রভাব মারাত্মক। সেই প্রদীপদার নামে পুরস্কার পাওয়াটা অনেক গর্বের। জীবনে ভুলবো না এই সম্মান।”

Kolkata Football festival | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

আরও পড়ুনঃ ঘোষিত হল ইস্টবেঙ্গলের স্বদেশী দল

চুনীকে নিয়ে আশিয়ান জয়ী কোচ বলেন,”চুনীদার সঙ্গে আমার কখনও ভাল সম্পর্ক আবার কখনও বিবাদও হয়েছে। কিন্তু মন থেকে শ্রদ্ধা করতাম। চুনীদার নামে যে পুরস্কারটা পেলাম সেটা বাড়ি নিয়ে গিয়ে যত্নেই রাখব।ক্রিকেট, টেনিস আর ফুটবল তিনটে খেলাতে এতো উঁচু পর্যায়ে খেলা ফুটবলার ভারতবর্ষ কেন সারা বিশ্বতে নেই।”

এদিন, ভিশন অফ বেঙ্গল একাধিক পুরস্কৃত করল। প্রখ‍্যাত সাংবাদিক ও ধারাভাষ‍্যকার অজয় বসু স্মারক পুরস্কার পেলেন ধারাভাষ‍্যকার প্রদীপ রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here