জয়দ্বীপকে রাখার আপ্রাণ চেষ্টা চালাবো সোশ্যাল নেটওয়ার্ক থেকে বার্তা সুব্রতর

0
59

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

দেড় বছর আগে দেনার পাহাড় মাথায় নিয়ে আইএফএ সচিব হন জয়দ্বীপ মুখোপাধ্যায়। কিন্তু দেড় বছরে দেনা অনেক কমে এসেছে আইএফএ কর্পোরেট হয়েছে তাঁর নেতৃত্বে। এরপর আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে সচিব পদ থেকে পদত্যাগ করলেন জয়দ্বীপ।

Jaydeep Mukherjee | newsfront.co

যদিও আই লীগ অবধি তিনি কাজ চালাবেন বলে জানান। সোশ্যাল নেটওয়ার্ক থেকে আওয়াজ উঠছে জয়দ্বীপকে তার সিদ্ধান্ত পূর্ণবিবেচনা করার।

Subrata Dutta | newsfront.co
স্ক্রিনশট

এই অবস্থায় জয়দ্বীপের ময়দানের গুরু তথা ফেডারেশন সহ সভাপতি তথা আইএফএ চেয়ারম্যান কিন্তু জয়দ্বীপের পাশে তাকে পদত্যাগপত্র দিলেও সুব্রত এদিন সোশ্যাল মিডিয়াতে লেখেন, “বিগত দেড় বছরে বাংলার ফুটবলে যে উন্নয়ন হয়েছে তাতে আইএফএ’র সচিব জয়দ্বীপ মুখার্জীর প্রচন্ড অবদান আছে। আইএফএতে যে অর্থ এসেছে বা এআইএফএফ’র যত টুর্নামেন্ট বাংলায় এসেছে তাতে জয়দ্বীপের বিশাল ভূমিকা আছে। সারা ভারতের ফুটবল জগতে জয়দ্বীপের খুব সুনাম। বাংলাকে এআইএফএফ শ্রেষ্ঠ রাজ্য সংস্থা ঘোষণা করেছে কিছু মাস আগেই। এআইএফএফ’র বিভিন্ন সভায় বাংলার ভূয়সী প্রশংসা হয়।

আরও পড়ুনঃ তার নাম না সরালে কোর্টে যাবেন ডিডিসিএ-কে হুঁশিয়ারি বেদীর

বাংলার ফুটবলের এই চমকপ্রদ উন্নতির জন্য পুরো কৃতিত্ব জয়দ্বীপের প্রাপ্য বলেই আমি মনে করি যদিও জয়দীপ সব সময় বলে এটা আইএফএ-র দলগত সাফল্য। জয়দ্বীপ আইএফএ প্রশাসন থেকে সরে গেলে বাংলার ফুটবলের খুব ক্ষতি হবে। ওকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছি।” এখন দেখার জয়দ্বীপ তার গুরুর কথা রেখে সিদ্ধান্ত নিয়ে ভাবেন কিনা!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here