পরিসংখ্যান দেখিয়ে ৪২ এ ৪২ আসনের আশা সুব্রতর

0
110

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

Subrata hope  win all seats
নিজস্ব চিত্র

নির্বাচন কমিশনের সাত দফার ভোটে এবার তৃণমূলের বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে বলে মন্তব্য করলেন রাজ্য তৃণমূল দলের সভাপতি সুব্রত বক্সি।বুধবার ৩২ নম্বর ঘাটাল লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে বালিচকে আয়োজিত এক কর্মীসভায় তিনি বলেন “২০০৪ এক দফায় নির্বাচন হয়েছিল।সেবার তৃণমূল কংগ্রেস একটি আসন পেয়েছিল।জিতেছিলেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।২০০৯সালে তিন দফায় নির্বাচন হওয়ার ফলে তৃণমূল কংগ্রেস পায় উনিশ টি আসন।২০১৪ সালে ভোট হয় পাঁচ দফায়।সেবা তৃণমূলের আসন বেড়ে দাঁড়ায় ৩৪।আর এবার সাত দফায় ভোট হওয়ার ফলে হিসেব অনুযায়ী বিয়াল্লিশে বিয়াল্লিশ টি আসনই পাবে তৃণমূল। নির্বাচন কমিশন সেই সুযোগই করে দিয়েছে আমাদের।”

Subrata hope  win all seats
নিজস্ব চিত্র

সুব্রত বক্সি বলেন, “সাধারণ জীবন যাপনে অভ্যস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আছি এটা ভাবলে গর্বে বুক ফুলে ওঠে তাই তার সম্মান অটুট রাখতে যে যা দায়িত্বে আছি সবাই নিজেদের চালচলন ঠিক রেখে বিগত দিনের ভুল গুলো শুধরে নিয়ে মানুষের সামনে গিয়ে ভোটের আবেদন জানাতে হবে,নিজেদের চালচলন ঠিক রাখলে মানুষ আমাদের পাশে থাকবে।নির্বাচনে আপনারা এমন কিছু করবেন না যাতে নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে।এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।সারাদেশ তাকিয়ে আছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।সারা জীবন আন্দোলন লড়াই করে তিনি যে তৃণমূল দলের জন্ম দিয়েছেন ভারতবর্ষে কোনও  দলের ক্ষমতা নেই তাকে উৎখাত করার।”

আরও পড়ুনঃ জয় সম্পর্কে আত্মবিশ্বাসী প্রার্থী দেবশ্রী

সুব্রত বক্সি কর্মীদের উদ্দেশ্যে বলেন “এবারের নির্বাচন একটা আন্দোলন।এই আন্দোলনে সবাইকে শামিল হতে হবে।মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মেদিনীপুরের দুটি আসন তুলে দিয়ে আমাদের বিয়াল্লিশে  বিয়াল্লিশ করতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here