বিজেপি রাস্তায় রামকে নামিয়ে এনে নির্বাচনে ভোটের প্রচার করছেঃ সুব্রত মুখার্জি

0
72

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

program | newsfront.co
তিলকা মুর্মুর ছবিতে মাল্যদান সুব্রত মুখার্জির। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার মেদিনীপুর শহরের জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি হলে আদিবাসী আন্দোলনের অন্যতম পথিকৃৎ তিলকা মুর্মুর ২৯২ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে আদিবাসী সমাজের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিল জন জাতির উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ও সহ-সভাধিপতি অজিত মাইতি, তৃণমূলের এস টি সেলের রাজ্য সভাপতি দেবু টুডু, বিধায়ক দিনেন রায়, প্রদ্যুৎ ঘোষ,পরেস মুর্মু, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা সহ আরো অনেকে। উপস্থিত সকলেই তিলকা মুর্মুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। আলোচনা সভায় তিলকা মুর্মুর জীবনী সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি।

leader | newsfront.co
সুব্রত মুখার্জি, পঞ্চায়েত মন্ত্রী। নিজস্ব চিত্র

তিনি বলেন,”ভারতবর্ষের মধ্যে ১০০ দিনের প্রকল্পের কাজে প্রথম হয়েছে রাজ্য সরকার। আদিবাসী অধ্যুষিত এলাকায় রাস্তাঘাট পানীয় জল ও বিদ্যুৎয়ের উন্নয়ন হয়েছে। বহু আদিবাসী পরিবারকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। আদিবাসী বয়স্ক মানুষদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আদিবাসী সমাজের ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করা হয়েছে।আদিবাসীদের মাতৃ ভাষার উন্নয়নে শিক্ষক নিয়োগ করা হয়েছে।”

আরও পড়ুনঃ জলঙ্গীতে ধর্মীয় সভায় সংবর্ধনা বিশিষ্টদের

people on stage | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রাজ্যপালের কাছ থেকে রুপোর পদক সম্মানে সম্মানিত তমলুকের নির্মল

সকলেই রাম কে পুজাে করেন। আমরা মন্দিরে এবং বাড়িতে রামের পুজাে করি, রাম কে শ্রদ্ধা জানাই। কিন্তু বিজেপি রাস্তায় রামকে নামিয়ে এনে নির্বাচনে ভোটের প্রচার করছে। এটা বাংলার সংস্কৃতি নয়, বলে সুব্রত বাবু জানান।

বাংলা বাংলায় থাকবে আমরা বাংলাকে কোনদিন গুজরাট করতে দেবো না বলেও মঞ্চ থেকে জানান দেন সুব্রত বাবু।

তিনি আদিবাসী মানুষদের বলেন,”আপনারা বিজেপির মিথ্যা প্রচারে কান দেবেন না, বিজেপির কথায় বিশ্বাস করবেন না। সারা ভারতবর্ষের মানুষ জানে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির উন্নয়নে কাজ করছে মমতার সরকার। তাই আদিবাসী মানুষদের পাশে রয়েছেন। যারা আদিবাসীদের নিয়ে রাজনীতি করছেন তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here