নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শুভেন্দু অধিকারী এখন এক বহু চর্চিত নাম। মন্ত্রী, বিধায়ক তথা দলের সদস্যপদ থেকেও শেষমেশ ইস্তফা দিয়েছেন তিনি। দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পর আর কারা তৃণমূল ছাড়তে চলেছেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে শুভেন্দুর দলত্যাগকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না। বরং তাঁর পদত্যাগ নিয়ে কটাক্ষ করতে দেখা গেল বর্ষীয়াণ তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়কে।

বৃহস্পতিবার তৃণমূল ভবনে সুব্রত মুখোপাধ্যায় বলেন, “তৃণমূল এতবড় দল। আপনাদের কী মনে হয়? এতবড় দলে আমি বা কেউ যদি না থাকি তার ওপর দলের ভবিষ্যৎ নির্ভর করবে। কয়েক লক্ষ আমাদের সদস্য। এটা তো বোঝা উচিত যে একটা গেল বা দুটো, তিনটে, চারটে গেলেও এত বড়় দলের কোনও ক্ষতি হবে না।
আরও পড়ুনঃ গলল না বরফ! শুভেন্দুর পর দল – পদ ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি
মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা জনসভা করছেন, সেখানে কত মানুষ ভিড় করছেন। অসুবিধা সত্বেও ছেলে কোলে নিয়েও মায়েরা সভায় হাজির থাকছেন। তারপরেও বলছেন কে একটা গেল তাতে এত বড় দলের খুব ক্ষতি হয়ে যাবে?”
আরও পড়ুনঃ রাজ্যে এসেই স্পর্শ কাতর বুথগুলির খোঁজ নিলেন উপ মুখ্য নির্বাচন কমিশনার
তিনি এও বলেন, “আমরা যাঁরা দল ছেড়ে যাই এসব তাঁরা মনে করে খুব আনন্দ পাই। এতে লাভ হয় না। আমরা তো পালিয়ে যাচ্ছি না দেশ ছেড়ে। গল্প শুনবো না যা দেখব, তার উপর স্বীকার করব।“
সুব্রত আরও বলেন, “সারা পৃথিবীতে যত গণতান্ত্রিক দল আছে সেখানে একজন কেউ পদত্যাগ করে দল উঠে গেছে এমন নজির কি আছে? আমি যদি দল ছেড়ে দিই তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উঠে যাবে? শুভেন্দুর দল ছেড়ে যাওয়া কোনও বড় বিষয় নয় বলেই মনে করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584