অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
জানুয়ারির আইএসএলে ফুটবলারদের দল গোছানো শুরু করে দিয়েছে ক্লাবগুলো। আর এবার ইস্টবেঙ্গল তাঁদের এক সময়ের ঘরের ছেলেকে ফিরে পেলেন হায়দ্রাবাদ এফসি থেকে লাল হলুদে যোগ দিলেন সোদপুরের গোল রক্ষক সুব্রত পাল।
একসময়ে ভারতীয় দলের স্পাইডার ম্যানকে শুরুর দিকে খেলালেও পরে আর নামানো হয় নি। এবার ছেড়ে দিল আর তিনি ইস্টবেঙ্গলে চলে এলেন। অন্য দিকে ইস্টবেঙ্গল ক্লাব লোনে আর এক বাঙালি গোলরক্ষক শঙ্কর রায়কে হায়দ্রাবাদকে দিয়ে দিল।
আরও পড়ুনঃ চোট সারিয়ে অনুশীলনে জবি
গত মরসুমে মোহন বাগানকে আই লিগ জিততে তিন কাঠির নিচে শঙ্কর বড় ভূমিকা নেন। কিন্তু এই আইএসএলে দেবজিৎ মজুমদারের গোলকিপিং দক্ষতায় আর শঙ্করকে খেলায়নি ইস্টবেঙ্গল। মাত্র একটি ম্যাচ সুযোগ পান আর সেই ম্যাচে চোট পেয়ে বাইরে চলে যান শঙ্কর। তাই এবার তাকে ছেড়ে দিলেন সিমেন্টস কর্তারা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584