শ্যামল রায়, কলকাতাঃ
দীর্ঘদিন ধরে বেলঘরিয়া রেল স্টেশনের সাবওয়ের কাজ চললেও চরম ঢিমেতালে চলছে বলে যাত্রীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।
অথচ একটি গুরুত্বপূর্ণ সাবওয়ে তৈরি করার ব্যাপারে চলছে ঢিলেমি। প্রতিদিন এখান দিয়ে হাজার হাজার যাত্রী চলাচল করে বেশিরভাগ সময় দুর্গন্ধে নাকে রুমাল দিয়ে দৌঁড়ে পালাতে হয়।
তাই এলাকার মানুষ দাবি তুলেছেন দ্রুত সাব ওয়ের কাজ সম্পন্ন করতে হবে।
প্রতিদিন সাবওয়ে যেখানে তৈরি হচ্ছে চরম নোংরা আবর্জনা এ এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।অথচ এখানকার জনপ্রতিনিধিরাও জেনে শুনেও চুপ বলে অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দাদের তরফ থেকে।স্থানীয় যুবক অভিজিৎ পাল জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে কাজ শুরু হলেও কবে নাগাদ কাজ শেষ হবে বলতে পারছেন না কেউ তবে যে পরিমাণ নোংরা আবর্জনার স্তুপ ওখানে জমা থাকছে তাতে ওর পাশ দিয়ে গেলে লোকের শরীর খারাপ হবেই।একটা নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যাত্রীরা যাতায়াত করে থাকে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের সাথে অভিজিত বাবুও।
তবে স্থানীয় কাউন্সিলর তরফ থেকে জানা গিয়েছে যে খুব দ্রুত কাজ শেষ করার দাবিতে আমরাও সরব হয়েছি।
আরও পড়ুন: সত্যাদিঘির তৃণমূলে কর্মী খুনের তদন্তে নামালো পুলিশ কুকুর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584