নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রথমবার সাফল্য না মিললেও দ্বিতীয়বারে ফুল মার্কস নিয়ে পাশ করল ভারত। সোমবার সকালে ওড়িশা উপকূলের বালাসোরের এপিজে আবদুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে হাইপারসনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর ভেহিক্যাল-এর সফল পরীক্ষা করল ভারত।

দূরপাল্লার ক্ষেপনাস্ত্র ও এরিয়াল প্ল্যাটফর্মের পোক্ত ভবিষ্যতের কথা ভেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ভেহিক্যাল তৈরি হয়েছে। সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে সব চাহিদা পূরণ করবে এই প্রযুক্তি। যা দেশের প্রতিরক্ষা প্রযুক্তিতে বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
Successful flight test of Hypersonic Technology Demonstration Vehicle (HSTDV) from Dr. APJ Abdul Kalam Launch Complex at Wheeler Island off the cost of Odisha today. pic.twitter.com/7SstcyLQVo
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) September 7, 2020
আমেরিকা, রাশিয়া ও চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সেই হাইপারসনিক প্রযুক্তির পরীক্ষায় সফল হয়েছে ভারত। হাইপারসনিক প্রযুক্তির পরীক্ষার নেতৃত্বে ছিলেন ডিআরডিও প্রধান সতীশ রেড্ডি ও তাঁর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দল।
সোমবার সকালে অগ্নি মিসাইল বুস্টার ব্যবহার করে হাইপারসনিক প্রযুক্তির পরীক্ষা করা হয়। সেই বুস্টার হাইপারসনিক ভেহিকেলকে ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যায়। তারপর অগ্নি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেটি। সফলভাবে স্ক্র্যামজেট ইঞ্জিন চালু করা হয়।
আরও পড়ুনঃ নয়া জাতীয় শিক্ষানীতিতে সরকারি হস্তক্ষেপ হবে ন্যূনতমঃ নরেন্দ্র মোদী
হাইপারসনিক প্রপুলসন টেকনলজি-র উপর ভিত্তি করে এই হাইপারসনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর বা এইচএসটিডিভি তৈরি করা হয়েছে। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভালপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই কাজ করেছে। এই ভেহিক্যালে ব়্যামজেটের থেকে উন্নত স্ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার হয়েছে। ক্ষেপণাস্ত্রের গতি অন্তত ৬ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এই প্রযুক্তি।
আরও পড়ুনঃ নির্বাচনের দাবিতে বিক্ষোভ হংকং-এ
সরকারের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, পরীক্ষা সফল হওয়ার অর্থ হল আগামী পাঁচ বছরে স্ক্র্যামজেট ইঞ্জিনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে ডিআরডিও। যা প্রতি সেকেন্ডে দু’কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে পারে।
সাফল্যের জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিক্ষামন্ত্রী রাজনাথ সিং। ‘যুগান্তকারী কৃতিত্ব’ বলে দাবি করেছেন তিনি। টুইটে রাজনাথ সিং লিখেছেন, ‘যুগান্তকারী এই কৃতিত্বের জন্য আমি ডিআরডিও-কে অভিনন্দন জানাই। এই সাফল্য প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত মিশনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। এই কাজের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সঙ্গে আমার কথা হয়েছে। বিরাট কৃতিত্বের জন্য তাঁদের আমি অভিনন্দন জানিয়েছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584