শ্যামল রায়, কলকাতাঃ
শুক্রবার শিয়ালদার সূর্যসেন স্ট্রিট কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল ঘরে সূচনা শারদীয় পত্রিকার প্রকাশ অনুষ্ঠান হল। কবি বাণীব্রত সম্প্রদায় সূচনা ষান্মাসিক পত্রিকার প্রথম বর্ষ শারদীয়া সংখ্যার আত্মপ্রকাশ ঘটল এদিন।
ভারত বাংলা দেশ কবি সমন্বয়ে আজ পত্রিকার প্রকাশ অনুষ্ঠান হল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রবীন্দ্র সংগীতের সুরের মূর্ছনায় অনুষ্ঠানটি শুরু হয়।
উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি হিসাবে ছিলেন রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিশু সাহিত্যিক শ্রী সুনির্মল চক্রবর্তী মহাশয়, প্রবীন সাহিত্যিক সুজিত চক্রবর্তী মহাশয়, কবি সাহিত্যিক পরান মাঝি মহাশয়, ফেসবুক খ্যাত সাহিত্যিক শ্রী সদ্যোজাত মহাশয় এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ত্ব শ্রী রুদ্ররূপ গুপ্ত মহাশয়।
আরও পড়ুনঃ ইউনিয়ন রুম খালি করার নোটিশ জেএনইউতে, চলল ফিল্মের ‘প্রোটেস্ট স্ক্রিনিং’
এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদকেরা ও বিশিষ্ট কবি বন্ধুরা ও বিশিষ্ট ব্যক্তি বর্গ। সূচনা ষান্মাসিক পত্রিকা সম্পাদক কবি বানীব্রত সম্পাদিকা তমা কর্মকার, সভাপতি শ্রী সুনিল কুমার কুন্ডু মহাশয়, উপদেষ্টা শ্রী পল্লব চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন। উপস্থিত কবিরা স্বরচিত কবিতাপাঠ আবৃত্তি করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584