নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
রাজস্থান ফেরত অসহায় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল এসইউসিআই। শনিবার সুদুর রাজস্থান থেকে নিজের বাড়িতে ফেরার পথে বাস চালকের অসযোগিতায় চরম দূর্ভোগে পড়ে ফালাকাটা এসইউসিআইয়ের লোকাল কমিটির শরণাপন্ন হন শ্রমিকরা। তাদের সহযোগিতায় প্রশাসনের উদ্যোগে বাড়ি ফেরার বন্দোবস্ত হয় বলে জানা যায়।
এসইউসিআই এর ফালাকাটা লোকাল সম্পাদক পীযূষ কান্তি শর্মা জানান, “কোচবিহারের বাসিন্দা ৩১ জনের একটি শ্রমিক দল রাজস্থান থেকে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরছিলেন। কিন্তু বাস চালক তাদেরকে গভীর রাতে বীরপাড়ায় নামিয়ে দেন।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম পরিদর্শনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
শ্রমিকদের মধ্যে একজন দিনহাটার শোলমারির বাসিন্দা পিন্টু দাস আমাদের সাথে যোগাযোগের করলে আমরা ফালাকাটা থানায় যোগাযোগ করি। ফালাকাটা থানার হস্তক্ষেপে তাদেরকে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। পরে পুলিশ তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেয়। এস ইউ,সি আইয়ের পক্ষ থেকে তাদের শুকনো খাবারের ব্যাবস্থা করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584