নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
সুপার সাইক্লোন আমপান ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা প্রস্তুত করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা, পরিযায়ী শ্রমিকদের সকলকেই দলবাজি না করে কাজ দেওয়া, অঞ্চলের বেহাল রাস্তাঘাট গুলি পাকা করা, মাদক দ্রব্য উচ্ছেদ, জল নিকাশির ব্যবস্থা সহ একগুচ্ছ দাবিতে মঙ্গলবার এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের পদমপুর ১ নম্বর অঞ্চলে ডেপুটেশন দেওয়া হয়।
সংগঠনের কর্মীরা অঞ্চলের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। পরে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেন। দলের পক্ষ থেকে নেতৃত্ব দেন বিমল সামন্ত, সত্যনারায়ণ দাস প্রমুখ। দাবিগুলো নিয়ে অঞ্চল প্রধান রিঙ্কু মাইতির সাথে প্রতিনিধিদের দীর্ঘ আলোচনা হয়। দাবিগুলি পূরণের জন্য যথাসাধ্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
আরও পড়ুনঃ সরকারের হুঁশিয়ারিতে টাকা ফেরতের হিড়িক উত্তর ২৪ পরগনাতে
বিমল বাবু বলেন দাবিগুলি যথাসময়ে পূরণ না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। প্রয়োজনে অঞ্চল ঘেরাও করা হবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584