এসডিও -কে স্মারকলিপি প্রদান এসইউসিআইসির

0
55

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে লকডাউন, এই পরিস্থিতিতে এ রাজ্যের বহু শ্রমিক আটকে পড়েছে ভিন রাজ্যে। ইতিমধ্যেই সেই সব আটকে থাকা শ্রমিকদের সরকারি সহযোগিতায় ফিরিয়ে আনা হচ্ছে নিজের গন্তব্যস্থলে।

suci submit deputation to sub divisional officer | newsfront.co
নিজস্ব চিত্র

তবে এখনো যেসব শ্রমিক নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি সেই সব শ্রমিকদের কথা মাথায় রেখে, পশ্চিম মেদিনীপুর জেলার এসইউসিআইসি খড়গপুর লোকাল কমিটির পক্ষ থেকে মঙ্গলবার খড়গপুর এসডিও-র কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ সাগর ব্লক থেকে সরানো হচ্ছে মানুষকে

তাদের দাবি এইসকল শ্রমিক যতক্ষণ না নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন ততক্ষণ তার খরচ সরকারকে বহন করতে হবে। জানা গেছে এসডিও-র মাধ্যমে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের উদ্দেশ্যে এই স্মারকলিপি জমা দেয়া হয়।

এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআইসির খড়গপুর লোকাল কমিটির নেতা শংকর দাস ও ভাস্কর পাত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here