নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিল পূর্ব মেদিনীপুর পরিবহণ যাত্রী কমিটি। পূর্ব মেদিনীপুর জেলার ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের মেছোগ্রাম থেকে যশোড়া পর্যন্ত অংশটি অবিলম্বে সংস্কার করে যাতায়াতের উপযোগী করার দাবিতে বৃহস্পতিবার যাত্রী কমিটির পক্ষ থেকে পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।
কমিটির মুখপাত্র নারায়ন চন্দ্র নায়ক অভিযোগ করেন, প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ ওই রাস্তাটি গত বর্ষা থেকেই খানাখন্দে ভর্তি অবস্থায় পড়ে রয়েছে। এখনো পর্যন্ত তেমন কোন কাজ হয়নি। বর্তমানে তাপ্পি দেওয়ার কাজ শুরু হয়েছে।
পূর্ত দফতর সূত্রে জানা গেছে, রাস্তাটি পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি বড় প্রজেক্ট করা হয়েছিল। কিন্তু লকডাউন পরিস্থিতির কারণে সেই প্রজেক্ট জমা করা যায়নি। এই পরিপ্রেক্ষিতে আপাতত বর্ষায় যাতায়াতের জন্য এই প্যাচ রিপেয়ার করা হচ্ছে। পুজোর পর পূর্ণাঙ্গ সংস্কারের বিষয়টি ভাবা হবে।
আরও পড়ুনঃ ১০৯ টি ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়ায় সরব অধীর
প্রসঙ্গত, দুই মেদিনীপুর জেলার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক দিয়ে প্রত্যহ কয়েক ‘শ বাস, ভারি যান সহ নানান ধরনের গাড়ি যাতায়াত করে। অথচ গত বর্ষার পর থেকেই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এ ব্যাপারে পূর্ত দফতরের কোনো হেলদোল নেই বললেই চলে। এ নিয়ে বিভাগীয় দফতর সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকের নিকট ডেপুটেশন দেওয়া, রাস্তা অবরোধ হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর, রাস্তাটি বর্তমানে পি.ডব্লিউ.ডি.দফতরের নিয়ন্ত্রণে রয়েছে। শীঘ্রই পি.ডব্লিউ. ডি.(রোডস) দফতরের নিয়ন্ত্রণে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584