সামশেরগঞ্জের নদী ভাঙ্গন পরিদর্শনে এসইউসিআই

0
47

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

সামসেরগঞ্জ ব্লকের ধুসরিপাড়া, ধানঘড়া, শিবপুর ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করল এসইউসিআই (SUCI) দলের সামশেরগঞ্জ লোকাল কমিটি। এদিন উপস্থিত ছিলেন এসইউসিআই (C) দলের সংগঠক আবু হাসান সাঈদ (মিঠু), বারিকুল ইসলাম ও সুরজিৎ দাস।

SUCI
নিজস্ব চিত্র

এদিন তারা দাবি জানান, যুদ্ধকালীন তৎপরতায় ভাঙন রোধে বিজ্ঞানসম্মতভাবে পদক্ষেপ গ্রহণ করে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। ভাঙন বিধ্বস্ত মানুষদের পুনর্বাসন দিতে হবে।নদী গর্ভে তলিয়ে যাওয়া কিংবা আতঙ্কগ্রস্ত হয়ে যারা ঘর বাড়ি সরিয়ে নিরাশ্রয় তাদের সমস্ত রকম দায়িত্ব নিতে হবে। বাসস্থান ও খাদ্য সামগ্রী সরবরাহ করতে হবে এবং ভাঙন বিধ্বস্ত ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী সরবরাহ করতে হবে।

পরিদর্শন নেতৃত্ব অভিযোগ করেন আধুনিক বিজ্ঞান নির্ভর সমাজে এই কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করাই যায়। চিনের দুঃখ হোয়াংহোকে মানুষ সভ্যতার অগ্রগতিতে কাজে লাগিয়েছে কিন্তু বারবার প্রশাসনিক স্তরে জানানো সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের দিন রাণীনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর, আহত আরও ২

বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সমস্যা সমাধানে রাজ্য, কেন্দ্র কোন সরকারই পদক্ষেপ গ্রহণ করেনি যার কারণেই এই ভয়াবহ ভাঙন। পরিদর্শন টিম আবেদন করেন, অবিলম্বে এলাকার সব স্তরের মানুষকে সংগঠিত হয়ে ভাঙন প্রতিরোধ কমিটি গঠন করে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here