ওয়েবডেস্কঃ
পার্লামেন্টে পেশ হাওয়া এক রিপোর্ট অনুযায়ী গত ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতীয় সশস্ত্র বাহিনীতে রেকর্ড পরিমাণ সেনা আত্মহত্যা করেছেন ।
২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই ৮ বছরে সেনা বাহিনীতে ৭০৪ জন, বিমান বাহিনীতে ১৪৮ জন ও নৌ বাহিনীতে ৩৬ জন মিলে ভারতীয় সামরিক বাহিনীতে মোট ৮৮৮ জন আত্মহননের পথ বেছে নিয়েছেন।
ওই রিপোর্ট সূত্রে জানা গেছে, সেনা বাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীতে প্রতি বছর গড়ে প্রায় ১১১ জন সেনা আত্মহননের পথ বেছে নেন । এর মধ্যে সেনা বাহিনীতে প্রতি বছর গড় আত্মহত্যার হার শতকরা ৮৮ , বায়ু সেনা বাহিনীতে এর বার্ষিক হার ১৮.৫ এবং নৌ বাহিনীতে এই হার ৪.৫ জন।রিপোর্ট সূত্রে আরও জানা গেছে ,শুধু সেনা , বায়ু সেনা ও নৌ সেনা ছাড়াও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও আসাম রাইফেলসেও উল্লেখোগ্য সংখ্যক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পেশ হাওয়া ওই রিপোর্ট অনুযায়ী, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে সর্বোচ্চ পরিমাণ সিআরপিএফ জাওয়ান আত্মহননের বলি হয়েছেন । এর ৪ বছরে মোট ১৪৯ জন সিআরপিএফ জওয়ান আত্মহত্যা করেছেন । এই একই সময়ে প্রায় ১৩৪ জন বিএসএফ জওয়ান আত্মহত্যায় প্রাণ হারিয়েছেন ।
২০১২ থেকে ২০১৫ সাল । এই চার বছরে সিআইএসএফ ও আইটিবিপি’র মোট ৫৬ জন এবং এসএসবি ও আসাম রাইফেলসের যথাক্রমে ২৫ জন ও ৩০ জন আত্মহত্যা করেছেন।
কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রক জানিয়েছে যে এই বিপুল পরিমাণ আত্মহননের কারণ হলো কর্মরত জওয়ানদের ব্যক্তিগত জীবনের অবসাদ, চাকরি জীবনের দীর্ঘ ট্রেনিং পিরিয়ড , বা সাংসারিক জীবনের নানা ওঠাপড়া থেকে অবসাদগ্রস্থ হওয়ার কারণে কোনো পথ খুঁজে না পাওয়া।
আরও পড়ুনঃপাকিস্তান সফর সম্পন্ন করে ভারতে পদার্পণ সৌদি রাজকুমারের, স্বাগত জানালেন মোদী
মানব সম্পদ মন্ত্রণালয় আরও জানিয়েছে যে সেনা জওয়ানদের সুষ্ঠু মানসিক বিকাশের জন্য সরকার একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যে বিবাহিত জওয়ানরা যাতে সংসার নিয়ে একসাথে থাকতে পারে তার সুষ্ঠু ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থা, সন্তান-সন্ততিদের স্কুলের ব্যবস্থা ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে একাধিক কর্মসূচি গ্রহণের মাধ্যমে সেনাদেরকে মানসিকভাবে শক্তিশালী করানোর প্রয়াস চালানো হয়। সেনাদের সমস্যার কথা মাথায় রেখে মুম্বাই, গোয়া, পোর্ট ব্লেয়ার ,কোচিন ও ভাইজ্যাগের মতো জায়গায় মানসিক স্বাস্থ্য সেন্টার গড়ে তোলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584