নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
গুটি গুটি পায়ে ১৮-তে পা দিল আকাশ আটের ক্রাইম শো ‘পুলিশ ফাইলস’। অপরাধের অন্দরমহলের এবারের জার্নি নতুন সঞ্চালক সুদীপ মুখার্জিকে নিয়ে। সুদীপ বলবেন অপরাধজগতের নানা ঘটনার গল্প এবং করবেন বিশ্লেষণ। অষ্টাদশ জন্মদিনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে আকাশ আট। সম্মেলনে হাজির ছিলেন সুদীপ মুখার্জি সহ আকাশ আটের সর্বময়ী কর্ত্রী থুড়ি ডিরেক্টর ইশিতা সুরানা পোদ্দার এবং প্রিয়াঙ্কা সুরানা বরদিয়া সহ বিভিন্ন সময়ে পুলিশ ফাইলস-এর বিভিন্ন পরিচালক সহ শো-এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত আরও অনেকে। হাজির ছিলেন আকাশ আটের প্রাণ পুরুষ অশোক সুরানার স্ত্রী শশী সুরানা। কাটা হল কেক। প্রত্যকে ভাগ করে নিলেন নিজেদের অভিজ্ঞতার কথা।
আঠারোতে পৌঁছে পুলিশ ফাইলস-এর তরফে ইশিতা সুরানা জানান- “আমরা একটা ইউনিট খুলতে চাই যেখানে মানুষ নিজেদের বিপদের কথা কিংবা আশেপাশে ঘটে যাওয়া কোনও অপ্রীতিকর ঘটনার কথা বলতে পারবে। এর ফলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারব।”
বলা বাহুল্য, পুলিশ ফাইলস নিজ গুণে অনেক অন্যায়ের সঠিক বিচার পেতে প্রশাসনকে সাহায্য করেছে এক নয়, একাধিকবার। তথ্যটি পাওয়া যায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত পরিচালক, গবেষক, এক্সিকিউটিভ প্রোডিউসার সর্বোপরি চ্যানেল কর্ত্রীদের কাছ থেকে।
আরও পড়ুনঃ সক্রিয় রাজনীতিতে টলিউডের চ্যাপলিন! গুঞ্জন
শো-এর নতুন সঞ্চালক সুদীপ মুখার্জি জানান- “আমরা সকালে ব্রেকফাস্ট করি, দুপুরে লাঞ্চ, সন্ধ্যায় মুড়ি খাই আবার রাতে ডিনার খাই৷ তেমনি অভিনয় করলে সঞ্চালনা করব না কেন? দুটোই তো অন্যকে বিনোদন দেওয়ার জন্য৷ আর পুলিশ ফাইলস-এর কথা বলতে গেলে বলতে হয়, সকলকে সচেতন ও সজাগ করার জন্য। চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলি জেনে সেগুলি থেকে শিক্ষা নেওয়ার জন্য।
সেই ২০০৩-এ শুরু হয়েছে একটা শো। আজ সে সাবালক। আর এই সাবালক ‘পুলিশ ফাইলস’-এর সঙ্গী হতে পেরে আমি খুব খুশি।”সোম থেকে শনি ‘পুলিশ ফাইলস’ দেখুন রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টা এবং রবিবার দেখুন রাত সাড়ে ৮ টা থেকে রাত সাড়ে ১০টা, আকাশ আট চ্যানেলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584