নিজের হাতে সরস্বতী প্রতিমা গড়ে পুজোর আয়োজন পড়ুয়ার

0
168

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

পুজো করার জন্য নিজেই সরস্বতী প্রতিমা গড়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সুদীপ রায়। পুজোর দিনে ধুমধাম সহকারে সেই প্রতিমায় পুজোও হবে।

saraswati statue | newsfront.co
প্রতিমা নির্মাণে ব্যস্ত সুদীপ ৷ নিজস্ব চিত্র

সুদীপ শিশুবাড়ি হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। ছোট থেকে মাটির দলা দিয়ে পুতুল তৈরি করার ঝোঁক ছিল সুদীপের। এবারে সরস্বতী প্রতিমা নিজে বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে । এর আগে সে লক্ষ্মী প্রতিমাও বানিয়েছিল । জানা গিয়েছে, সুদীপ মৃৎশিল্পী পরিবারের ছেলে নয়। তার বাবা সুভাষ রায় গাড়িচালক। তবে বরাবরই শিল্পকর্মে আগ্রহ সুদীপের ।

এদিন সুদীপ রায় বলে, ইউটিউব দেখে প্রতিমা তৈরির কাজের বিভিন্ন বিষয় শিখেছে। এছাড়াও সময় সুযোগ পেলেই এলাকার মৃৎশিল্পীদের কাজ দেখতে যায় । মাটি দিয়ে বিভিন্ন দেব- দেবীর মূর্তি বানাতে খুবই ভাল লাগে। আগামী দিনে আরও প্রতিমা তৈরি করারও ইচ্ছা প্রকাশ করেছে সুদীপ।

আরও পড়ুনঃ কম সময়ে উল্টো দিক থেকে লিখে রেকর্ড খুদে পড়ুয়ার

জানা গিয়েছে, এবছর সুদীপের পাড়ার ছেলে মেয়েরা সিদ্ধান্ত নিয়েছে, সুদীপের তৈরি সরস্বতী প্রতিমাকেই পুজো করবে তারা। তাই বেজায় খুশি সুদীপ।প্রতিবেশী মনোহর লাখোটিয়া জানিয়েছেন, “সুদীপ বহুমুখী প্রতিভার অধিকারী। একেবারে পেশাদার মৃৎশিল্পীদের মতো কাজ করেছে সুদীপ।”ছেলের এমন প্রতিভায় পরিবারের লোকেরা রীতিমতো খুশি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here