শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ফের বিধানসভা নির্বাচনের আগে জেল থেকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে রীতিমতো চাঞ্চল্য ফেলে দিলেন সুদীপ্ত সেন। এক সময়ে বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদা গোষ্ঠীর বিপুল জালিয়াতি প্রকাশ্যে আসার পর তা ভিত নাড়িয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গের অর্থনীতিকে।
তারপরেই এই কাণ্ডে একাধিক দুর্নীতি প্রকাশ্যে আসলো এবং অনেকে গ্রেফতার হলেও এখনো এই মামলার চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই গোয়েন্দারা। ফলে এই ঘটনার সঙ্গে যুক্ত অনেক প্রভাবশালী এখনো সিবিআই গোয়েন্দাদের নাগালে আসেনি। এরকমই ৬ প্রভাবশালীর রাজনৈতিক নেতার নাম জেল থেকে চিঠি লিখে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনকে জানালেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন।
আরও পড়ুনঃ বিল মকুবের দাবিতে, ফালাকাটা বিদ্যুৎ দফতরে বিক্ষোভ বিজেপির
বঙ্গ বিজেপির দাবি, সারদা গোষ্ঠীর থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে তৃণমূল সরকারের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা। কারণ সেই সময়ে বামফ্রন্টে রাজনৈতিকভাবে শক্তিক্ষয় হচ্ছিল এবং বিজেপি তখন বিরোধী রাজনৈতিক দল হিসেবে তেমনভাবে আত্মপ্রকাশ করেনি। কিন্তু বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্তকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে রাজ্য প্রশাসন এবং মন্ত্রীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে, এমন অভিযোগ বারবারই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ বৈশাখীর জন্য রাজ্যপালের কাছে শোভন
এই পরিস্থিতিতে আচমকাই বিধানসভা নির্বাচনের আগে বেশ কয়েকজন প্রভাবশালী নাম উল্লেখ করে সুদীপ্ত সেনের একইসঙ্গে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী কে চিঠি পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।ওই চিঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ প্রভাবশালীর নাম রয়েছে বলে সূত্রের খবর। শুধু তদন্তের স্বার্থে তা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করা হয়নি।
আরও পড়ুনঃ নয়া কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের কর্মসূচি তৃণমূলের
চিঠিতে ওই ব্যক্তিদের টাকা দেওয়ার কথা জানিয়েছেন সুদীপ্ত। দিন কয়েক আগে সারদা চিটফান্ডকাণ্ডের তদন্তে সিবিআইয়ের হাতে এসেছিল একটি অডিয়ো ক্লিপ। ওই অডিয়োক্লিপে রয়েছে একাধিক ব্যক্তির কণ্ঠস্বর। এবার সুদীপ্তর চিঠি। ফলে ভোটের আগে রাজ্য রাজনীতিতে আবারও ভেসে উঠল সারদা কাণ্ড।
সারদা মামলায় গত ৭ বছর ধরে জেল খাটছেন সুদীপ্ত সেন। চিঠিতে সুদীপ্তর অভিযোগ, তার কাছ থেকে নানা সময়ে টাকা নিয়েছেন ওই ৬ জন। এই প্রথম জেল থেকে সুবিধাভোগীদের নাম দিয়ে চিঠি দিলেন সুদীপ্ত।
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দফতরে পত্রটি পাঠানোর ব্যবস্থা করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ। এবার সেই প্রভাবশালীদের বিরুদ্ধে সিবিআই গোয়েন্দারা ব্যবস্থা নেন কিনা সেটার জন্য অপেক্ষা করছেন সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584