ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগের শিকার ত্রিপুরাগামী যাত্রীরা

0
28

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

 

অসমে অশান্তির জেরে অসম গামী এবং আগরতলা গামী বহু ট্রেন বাতিলের ফলে সমস‍্যায় পড়েছে যাত্রীরা ।গতকাল রাত আড়াইটে থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশনে থমকে রয়েছে শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।ফলে চরম দুর্ভোগের শিকার  ত্রিপুরাগামী কয়েকশো যাত্রী।

train 2| newsfront.co
নিজস্ব চিত্র

দাঁড়িয়ে থাকার ফলে ট্রেনের কামরায় জ্বলছে  না আলো, জল নেই, খাবারের চরম হাহাকার। কি ভাবে কবে যাত্রীরা গন্তব্যে পৌঁছবেন তার কোনো সদুত্তর দিতে পারছে না রেল। এদিকে আরও কমপক্ষে দু’দিন অসমগামী সমস্ত ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে তীব্র শীতে প্ল্যাটফর্মেই দিন কাটাচ্ছে যাত্রীরা।

train| newsfront.co
অপেক্ষারত যাত্রীরা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃচিতাবাঘের মতো দেখতে বিরল প্রাণী ঘিরে শোরগোল এলাকায়

এদিকে তাদের হাতে টাকাও প্রায় শেষ। এখন কি করবে, কোথায় যাবে এই নিয়ে তারা দিশেহারা । যদিও নিউ আলিপুরদুয়ার স্টেশন মাস্টার সুনীল কুমার দত্ত জানান যাত্রীদের সুরক্ষা জন‍্য রেল সর্বদা সজাগ তাই যারা আছে প্লাটফর্মে তাদের সুরক্ষার ব‍্যবস্থা করা হয়েছে। এছাড়া পানীয় জলের ব‍্যবস্থা করা হয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here