করোনার কোপে কাঁথি রাজবাড়ির দুর্গা পুজোর ঐতিহ্যবাহী আখের মেলা বন্ধ

0
126

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

কথিত আছে আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে মায়ের স্বপ্নাদেশে রাজা যাদবচন্দ্র রাম রায়ের হাত ধরে প্রবর্তন হয়েছিল এই দুর্গা পুজোর । মায়ের নির্দেশেই এই পুজোর ঘট বসে পশ্চিম দিকে মুখ করে । তাছাড়াও এই পুজোর হোমের আগুন জ্বালানো হয় আতস কাচের সাহায্যে ।

temple | newsfront.co
নিজস্ব চিত্র

দীর্ঘদিন ধরে এই পুজো উপলক্ষে রাজবাড়ীর চত্বরে বসে মেলা । এলাকাবাসীরা দলে দলে এখানে আসেন পুষ্পাঞ্জলী দিতে । তারপরে মায়ের বাদাম সন্দেশ ভোগ নিয়ে মেলা থেকে আখের বান্ডিল কিনে বাড়ি ফেরে । রাজবাড়ির পুজো বা গড়ের পুজো দেখে ফেরার প্রতীক হিসেবে হাতে থাকতো এই আখের বান্ডিল ।

statue | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু এবছর করোনা আবহে সব কেমন যেন পাল্টে গেছে । রাজবাড়ীর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণকে জানানো হয়েছে যে এবছর বন্ধ থাকছে মেলা । সেইসঙ্গে বন্ধ করা হয়েছে ভোগ বিতরণ ও পুষ্পাঞ্জলী দেওয়ার প্রথা । রাজ পরিবারের সদস্যদের কথায় এলাকার জনসাধারণ সারা বছর অপেক্ষা করে থাকে এই পুজোর জন্য।

আরও পড়ুনঃ ধানের উপর ছবি এঁকে রেকর্ড চন্দ্রকোনা রোডের অনিকেত

কিন্তু এবছর কিছু করার নেই, করোনার জন্য সবার কথা ভেবে বন্ধ রাখা হয়েছে মেলা, পুষ্পাঞ্জলি ও মায়ের বাদামসন্দেশের ভোগ বিতরণ। পরের বছর যদি সব ঠিক থাকে, তাহলে পুনরায় ছন্দে ফিরবে এই রাজপরিবারের পুজো । আর এই ঘোষণাতেই বেজায় মন খারাপ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এলাকাবাসীদের ৷

এলাকার বাসিন্দাদের কথায় প্রত্যেক বছর, গড়ে পুষ্পাঞ্জলি দেওয়া, মেলায় ঘোরা তারপর বাদাম সন্দেশের ভোগ খেয়ে আখের বান্ডিল নিয়ে বাড়ি ফেরার মজাই আলাদা ৷ আর এবছর এসব বন্ধ, তাই সকলের মন খারাপ ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here