চাহিদা থাকলেও খরচের বহরে তলানিতে লাভের অঙ্ক, দাবি গুড় প্রস্তুতকারীদের

0
60

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বাজারে চিনির কদর বেশী থাকলেও গুড়ের চাহিদাও কম নয়। পার্বণ হোক বা উৎসব সবেতেই ব্যবহার হয়ে থাকে গুড়ের। আখের গুড়ের চাহিদা সারাবছরই থাকে গ্রামীণ এলাকাগুলিতে। পিঠে পুলি থেকে পায়েস সবেতেই জুড়ি মেলা ভার গুড়ের ।

gur prepair | newsfront.co
গুড় প্রস্তুতিকরণ ৷ নিজস্ব চিত্র

সুবর্ণরেখা তীরবর্তী এলাকাগুলিতে পৌষপার্বণ উপলক্ষ্যে বেশ গুড়ের চাহিদা একটু বেশিই থাকে। নদী পার্শবর্তী এলাকাগুলিতে যথেষ্ট পরিমাণে হয় আখের চাষ। যে আখের রস থেকেই তৈরি হয় গুড়, সেই আখ কাটার প্রস্তুতি সহ গুড় তৈরির এমনই চিত্র দেখা গেল কেশিয়াড়ি ব্লকের নছিপুর ও বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়।

preparation of gur | newsfront.co
নিজস্ব চিত্র

এই এলাকাগুলিতে মূলত আখ,সব্জি সহ কাঁচা আনাজের চাষ হয়ে থাকে, যা গ্রামীণ হাট ও শহরের এলাকাগুলিতে চাহিদা মেটায়। আখ তুলতে ব্যস্ত চাষীরা। কোদাল ও কাটারী দিয়ে আখ কাটার পর মেশিনের সাহায্যে বিশেষ পদ্ধতিতে আখের রস বের করার কাজ চলে জমিতেই। ঠিক যেমন আমরা আখের রসের দোকানে যেভাবে দেখতে পাই ঠিক সেইভাবেই মেশিনের সাহায্যে পেশাই যন্ত্রে নিংড়ে বের করা হয় রস।

gur preparaion | newsfront.co
নিজস্ব চিত্র
two people | newsfront.co
নিজস্ব চিত্র

এই বছর আখের চাষ ভালোই হয়েছে, তবে নিজস্ব জমিতে আখ চাষে যেমন লাভ হয় খাজনা চাষে তেমন লাভ হয়না বলে জানালেন কাটামাটিয়া এলাকার আখচাষী গৌরহরি পাতর। আখের রসের কাজ চলবে চৈত্র মাস পর্যন্ত এমনটাই জানালেন তিনি।

আরও পড়ুনঃ বিজেপির চাল মুষ্টিভিক্ষা কর্মসূচিকে সীতা হরণের সাথে তুলনা কুনালের

অপর এক চাষী চৈতন্য সাঁতরার দাবি, করোনা আবহে শ্রমিকের যোগান নেই, চাষে তেমন লাভ হচ্ছে না। গুড় গরম করে তা প্রক্রিয়াজাত করতে অনেক খরচ, সে হারে লাভ হয়না বলে জানান তিনি। একটা বড় পাত্রে আখের রস ফুটিয়ে প্রায় ২৭ কেজি গুড় তৈরি হয়, যা ৪ টি মাটির কলসীর সমান।

কলসী করেই গুড় চলে যায় অন্যত্র। সবটাই মজুর দিয়ে কাজ করানোর জন্য খরচ হয়ে যাচ্ছে এবং হাতির হানায় বেশ ক্ষতি হয়েছে আখ চাষে। এমনটাই জানালেন আখচাষী বাদলচন্দ্র ঘোষ।সবমিলিয়ে হাতির হানা ও করোনা আবহ যে অনেকটাই প্রভাব ফেলেছে তা মানছেন সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here