সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

বাবার বকুনিতে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী বছর সতেরোর নাবালক।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢোলাহাট থানা চন্ডিপুরের বাসিন্দা তাপস পাইক (১৭ ) বাবা ইন্দ্রজিৎ পাইকের সামান্য বকুনিতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

ঘটনার প্রকাশ এই যে,ইন্দ্রজিৎ বাবু পেশায় হকার।দুই ছেলে এক মেয়ের মধ্যে মৃত তাপস ছোট।
লেখাপড়ার পাট চুকিয়ে দিন দিন অবাধ্য হয়ে উঠছিল।
এলাকার বিভিন্ন দোকানে ধার করে শোধ না দেওয়ার অভিযোগ আসছিল।আজ কাজ থেকে ফেরার পথে ইন্দ্রজিৎ বাবুকে এক দোকান মালিক জানায় যে,তাপসের কাছ থেকে টাকা পায় দিচ্ছে না।সেই কথা শুনে ইন্দ্রজিৎ বাবু ছেলেকে বকাবকি করে।

আনুমানিক সকাল ১১টা নাগাদ এই ঘটনার পর তাপস বেরিয়ে যায়।বেলা তিনটের দিকে স্থানীয় এক ব্যক্তি দেখতে পান,পাশের একটি বাগানে গলায় দড়ি দিয়ে ঝুলছে তাপস।
আরও পড়ুনঃ মোবাইল কিনে না দেওয়ায় আত্মঘাতী গৃহবধূ

খবর যায় ঢোলাহাট থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। চিকিৎসক সেখানে মৃত বলে ঘোষণা করে।আজ মৃতদেহটি কাকদ্বীপে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584