পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
চার বছরের পুত্র সন্তানকে ফাঁসে ঝুলিয়ে হত্যা করে নিজেও আত্মঘাতী হলেন মা।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার শেরগ্রাম এলাকায়।মা ও সন্তানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।মৃতা অধিকা দাসের শ্বশুরবাড়ির লোকেদের দাবি অধিকা দেবী মানসিক রুগী ছিলেন।দীর্ঘদিন ধরে তার মানসিক চিকিৎসাও চলছিল।
এর আগেও অধিকা নিজের বড় মেয়ে রাখি দাস কে বিষ খাইয়ে নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন।ফলে নজরের মধ্যেই রাখা হতো অধিকা কে।বৃহস্পতিবার ভোর রাতে সকলের অগচরে ছোটো ছেলে মৈনাক দাসকে(৪) নিয়ে বাড়ির পেছনে চলে যায় অধিকা।যখন সবাই খোঁজাখুঁজি করে ততক্ষনে সব শেষ৷বাড়ির পেছনের লিচু গাছে মা ও ছেলের গলায় ফাঁস দেওয়া নিথর ঝুলন্ত দেহ দেখতে পায় আধিকার স্বামী জগদ্বীশ দাস।বিষয়টি জানাজানি হলে শোরগোল পড়ে যায় এলাকায়।
খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানায়৷পুলিশ এসে ২টি মৃতদেহ ময়না তদন্তে পাঠায় মর্গে।অধিকার শ্বশুরবাড়ির লোকদের দেওয়া মৃত্যুর কারন একেবারে অগ্রাহ্য না করলেও মৃত্যুর কারন তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ দলছুট দুই দলমার হামলায় ক্ষতিগ্রস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584