নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
সরস্বতী পুজো উপলক্ষে একটি শাড়ি নিয়ে দুই বোনের বিবাদ।পছন্দের শাড়ি পড়তে না পারায় বোনের উপর অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক নবম শ্রেনীর ছাত্রী।শনিবার রাতে ইংরেজবাজার থানার যদুপুর ২ নং পঞ্চায়েতের গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়।ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত স্কুল ছাত্রীর নাম হাসি মন্ডল(১৫)।
বাবা নিরঞ্জন মন্ডল পেশায় ভিনরাজ্যের শ্রমিক।বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর দুই নম্বর পঞ্চায়েতের গোপালপুর গ্রামে।হাসি মন্ডলরা পাঁচ ভাই বোন। বোনেদের মধ্যে হাসি সব থেকে বড়।তার দুই বন জমজ ও আর এক ছোট বন রয়েছে। স্থানীয় জহুরাতলা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত হাসি মন্ডল।পরিবার ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে,একটি শাড়ি জমজ দুই বোন পড়তে চায়। এই নিয়ে জমজ দুই বোনের মধ্যে বিবাদ শুরু হয়। তাদের বিবাদ থামাতে মা কানন্দী মন্ডল দুই বোনকে বকাবকি করে।এমনকি তাদের শাড়ি কিনে দেওয়ার আশ্বাস দেয়।দুপুরে দুই বোন স্কুলের পুজো দেখতে যায়। সারাদিন ঘোরাঘুরি করে। সন্ধ্যায় মা কানন্দী মন্ডল তাদের জন্য শাড়ি কিনতে বাজার যায়।সেই সময় তিন বোন মিলে ঘরে পড়তে বসে। একটি ঘরে দুই বোনকে পড়তে বলে পাশের ঘরে যায় হাসি।
আরও পড়ুনঃ অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী মা,বাঁচাতে গিয়ে আহত সন্তান
রাত আটটা নাগাদ তাদের দাদা কাজ থেকে বাড়ি ফিরে।একটি ঘর বন্ধ দেখে খোলার চেষ্টা করে। কিন্তু ভেতর থেকে লাগানো থেকে বাইরে জানালা দিয়ে দেখে ঘরের মধ্যে ঝুলন্ত আবস্থায় বোনকে।দরজা ভেঙে তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদহ মেডিকেলে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584