নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক স্কুল ছাত্রী। রবিবার রাতে ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর এলাকায় ঘটনাটি ঘটেছে।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেলে পাঠায়।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম জ্যোতি সাহা।বাবা তারাচন্দ্র সাহা পেশায় চা ব্যবসায়ি।তার দুই মেয়ে এক ছেলে।জানা গিয়েছে জ্যোতি সাহা স্থানীয় হিন্দী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী।পরিবার সুত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে জ্যোতি বাবার কাছে নতুন মোবাইল চায় কিন্তু অভাবি সংসারে মোবাইল কিনে দেওয়ার সামর্থ হয়নি বাবার।তারি জেরে মেয়ের অভিমান হয় বাবা মায়ের উপর।রবিবার সন্ধ্যায় বাবা মা দুই জনে দোকানে ছিল।জ্যোতির ভাই বোনেরা ঘুরতে বের হয়। বাড়িতে একা ছিল জ্যোতি। সেই সুযোগে জ্যোতি ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়।ভাই বোনেরা বাড়ি এসে দিদির ঝুলন্ত দেহ দেখতে পায়।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতী গ্রেফতার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584