সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
দশম শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকাই।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুর থানার আবজাখালি চ্যাটার্জি পাড়ায়।মৃত ছাত্রীর নাম দীপশিখা চ্যাটার্জী(১৬)।
গৃহশ্রী বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী দীপশিখা।মৃত ছাত্রীর বাবা বাপি চ্যাটার্জী জানান যে,”বেশ কিছুদিন ধরে দীপশিখা ফোনে কথা বলতো, সেই ফোনে কথা বলা নিয়ে আমার স্ত্রী বকাবকি করে এবং সেই সময় আমি এসে পড়ি ও দেখি যে মা ও মেয়ের খুব কথা কাটাকাটি হচ্ছে এবং আমি আমার মেয়েকে একটা চড়ও মারি সেই অভিমানে হয়ত আমার মেয়ে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছেনিল।আমার মেয়ে খুব অভিমানী ছিলো এই রকম করবে আমি বুঝে উঠতে পারিনি।” এই সমস্ত কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন বাপি চ্যাটার্জী।বিষ খেয়েছে জানতে পেরে রাতেই আমতলা গ্রামীন হসপিটালে নিয়ে আসা হয় দীপশিখাকে এবং চিকিৎসাকেরা তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন তবে শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুনঃ মানসিক অবসাদে আত্মঘাতী যুবক
বাপি চ্যাটার্জী ঔষধের সেলসম্যানের কাজ করেন। এক ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে তাঁর সংসার। মেয়েটি বড় ছিলো।আজ দেহ ময়নাতদন্তের জন্য মমিন পুর পাঠিয়েছেন বিষ্ণুপুর থানার পুলিশ, ময়নাতদন্তের পর দেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেবে বিষ্ণুপুর থানার পুলিশ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584