সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
তৃণমূল পঞ্চায়েত সভাপতির টাকা চাওয়ার চাপে আত্মঘাতী ব্যবসায়ী।একদিনে এক লক্ষ টাকা চাওয়াই আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ মৃতের পরিবার ও বিজেপির।মৃতের নাম শেখর দাস (৪৪)।
তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে।
মগরাহাট পশ্চিম বিধায়ক রাজ্যের সংখ্যা লঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াস মোল্লার অনুগামী অঞ্চল সভাপতি।অভিযোগ উঠছে গৌতম মুখার্জী শিরাকোল পঞ্চায়েতের সভাপতি।এই গৌতম মুখার্জী শেখরের কাছ থেকে টাকা পেতেন।কারন গৌতম ১৯ লক্ষ টাকা ধার দেয় সুদের বিনিময়ে।
এই টাকার জন্য বারবার তিনি চাপ সৃষ্টি করতে থাকেন।শেখর গৌতমকে মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা ইন্টারেস্ট দিতেন। শেখরের দোকানের চাবি ও দোকানের সমস্ত মালপত্র বের করে নিয়ে যায়।এই ঘটনাটা ঘটেছিল গত মে মাসে ২৯ তারিখ।তারপর থেকে বারবার টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন গৌতম মুখার্জি।একদিনের মধ্যে ১ লক্ষ্য টাকা দিতে হবে বলে চাপ সৃষ্টি করে।সেই টাকা জোগাড় করতে না পেরে ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় শেখর দাস।
আরও পড়ুনঃ বিজেপির মিছিলে যাওয়ার অপরাধে টোটো চালকে মারধোরের অভিযোগ
ঘটনার তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ।এই ঘটনায় আন্দোলনের হুমকি দেয় বিজেপির জেলা সহ-সভাপতি সুফল ঘাঁটু । অন্যদিকে অভিযোগ অস্বীকার তৃনমূলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584