হরষিত সিংহ,মালদহঃ
মদ খাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতি হল এক ব্যাক্তি। বুধবার রাতে বৈষ্ণব নগর থানার বিড়নগর এক নম্বর পঞ্চায়েতের মুকুন্দটোলা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ঘটনার তদন্তে নামে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম চিন্ময় দাস(২৩)। বাড়ী বৈষ্ণবনগর থানার বিড়নগর পঞ্চায়েতের মুকুন্দটোলা গ্রামে। পেশায় তিনি গাড়িচালক। পরিবারে রয়েছে স্ত্রী রমা দাস সহ দুই বছরের এক সন্তান। পরিবার সূত্রে জানা গিয়েছে বিয়ের পর থেকেই চিন্ময়ের মদ খাওয়াকে কেন্দ্র করে পরিবারে বিবাদ শুরু হয়। এদিন রাতে স্ত্রী মদ খাওয়ার প্রতিবাদ করায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। সেই সময় স্ত্রীকে মারধোর করতে গেলে গৃহবধূ পালিয়ে যায় প্রতিবেশির বাড়িতে। কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন ঘরের মধ্যে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পায়। গৃহবধূ চিৎকার শুরু করলে ছুটে আসে প্রতিবেশিরা। দেহ স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবার সূত্রে জানা গিয়েছে গত চার বছর ভূতনি থানার দক্ষিন চন্ডিপুরের বাসিন্দা রমা দাসকে বিয়ে করে চিন্ময় ভালোবেসে কিন্তু মদ খাওয়াকে কেন্দ্র করে মাঝেমধ্যেই তাদের বিবাদ চলত। পুলিশ দেহটি উদ্ধার করে ঘটনার তদন্তে নামে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584