নিউজ ডেস্ক,কলকাতাঃ
গত মে মাসে দমদমের এক তরুন ফেসবুকে স্টেটাস আপডেট করে আত্মঘাতী হয়েছিল সেই ঘটনার ছায়া এবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বৈদ্যপাড়ায়।
ফেসবুক লাইভ হয়ে আত্মঘাতী হল সোনারপুরের কামরাবাদ উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর বছর সতেরোর ছাত্রী মৌসুমি মিস্ত্রি।
প্রণয় ঘটিত কারণেই এই আত্মহত্যা বলে প্রাথমিক ভাবে মনে করছে সোনারপুর থানার পুলিশ।স্থানীয় ঘাসিয়াড়ার এক তরুণের সাথে তার সম্পর্ক ছিল বলে জানা গেছে।গত শনিবার সেই তরুনের সঙ্গে এক অনুষ্ঠানেও যায় মৌসুমি বাড়ি ফেরে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ।বাড়ি ফিরে তার মানসিক অবস্থা উত্তেজিত ছিল বলেই মনে হয়েছিল মা শম্পা মিস্ত্রির।শম্পাদেবী নার্সের কাজ করেন শনিবার নাইট ডিউটি ছিল তাই বেরিয়ে যান ভেবেছিলেন ফিরে এসে খোঁজ নেবেন কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা।
রবিবার সকালে মৌসুমীর বাবা শম্পাদেবীকে ফোন করে ঘটনার কথা জানিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলেন।মৌসুমীকে তার ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলতে প্রথম দেখে তার ভাই।সেই তখন বিষয়টি বাবাকে জানায় তার পর পরই খবর দেওয়া হয় পুলিশে।দেহ যখন উদ্ধার করা হয় তখনও তার মোবাইলে খোলা থাকা ফেসবুক লাইভ অবস্থাতেই রয়েছে।তদন্তের স্বার্থে ঘাসিয়াড়ার ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে পুলিশ।প্রশ্ন উঠছে আত্মহত্যার সিদ্ধান্ত জানিয়ে লাইভ হচ্ছে যখন ছাত্রীটি তখন কেন সে মৌসুমীর পরিবারের কাউকে জানালো না?তদন্তকারীরা সেটি তদন্ত করবেন।মৌসুমীর এই অকাল প্রয়ানে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584