নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০২০ তে দেশে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে। ১৪ জুন সারা দেশকে স্তম্ভিত করে দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ব্রেকিং নিউজ। আর তার পর থেকেই ইন্টারনেটে এক ধাক্কায় বেড়ে গিয়েছে সুইসাইড এবং কপিক্যাট ডেথ-এর মতো কিওয়ার্ডস দিয়ে সার্চের সংখ্যা।
সেলেব্রিটি আত্মহত্যা এবং সাধারণ মানুষের উপর তার প্রভাব নিয়ে করা একটি সাম্প্রতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তবে এর মধ্যেও আশার আলো। ইন্টারনেটে বেড়েছে আত্মহত্যা সংক্রান্ত কিওয়ার্ডস সার্চ।
এর থেকেই প্রমাণিত হয়, দায়িত্বপূর্ণ সংবাদ প্রতিবেদন একজন মানুষকে আত্মহত্যার মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। এবং তাঁর মনে নতুন করে বাঁচার মানে খুঁজে দিতে পারে। নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সেস-এর গবেষকদের করা এই সমীক্ষাটি প্রকাশিত হয়েছে এশিয়ান জার্নাল অফ সায়াকিয়াট্রি-তে।
আরও পড়ুনঃ পাবজি-সহ আরও ১১৭ চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র
এই গবেষণায় উঠে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ১০টি মৃত্যুর উপায়ের মধ্যে শীর্ষে রয়েছে সেল্ফ-হার্ম অর্থাত্ নিজের ক্ষতি। ২০১৮ সালে দ্যা লানসেট পাবলিক হেলথ জার্নালে প্রকাশিত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চের একটি গবেষণায় বলা হয়েছে ২০১৬ সালে সমগ্র ভারতে আত্মঘাতী হয়েছেন ২৩০,৩১৪ জন।
আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পাশে ফেসবুক, জুকারবার্গকে চিঠি তৃণমূলের
২০১৬ সালে সারা বিশ্বে যত সংখ্যক মহিলা আত্মহত্যা করেছেন, তাঁদের মধ্যে ৩৬.৬ শতাংশই ভারতীয়। পুরুষদের মধ্যে সেই সংখ্যা ২৪.৩ শতাংশ। নিজে হাতে নিজের জীবন শেষ করে দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গিয়েছে কম বয়সীদের মধ্যে। ২০১৬ সালে ভারতে সবচেয়ে বেশি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ১৫ থেকে ৩৯ বছর বয়সীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584