মনিরুল হক, কোচবিহারঃ
এরাজ্যে ধারবাহিক ভাবে মমতা-মোদীর লড়াই দেখিয়েছে মিডিয়া। ‘নো থার্ড’ ভাবনাই বামেদের পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
আজ কোচবিহারে সিপিআইএম জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সুজন বাবু। সেখানে তিনি নিজের সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে নিয়েও সাংবাদ মাধ্যমের উপরে ওই দায় চাপিয়ে দেন।
পাশাপাশি দেশ জুড়ে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভোট হওয়ার প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, “বিভাজনের প্রেক্ষিতে গোটা দেশে ভোট হওয়ায়, এই ভোটে বামেরা অনেকটা ব্রাত্যই থেকে গেছে।” এবারের ভোটে মানুষ ৮ বছরের পশ্চিমবঙ্গের অরাজক অবস্থার বিরুদ্ধে রায় দিয়েছে বলে জানিয়ে সুজন বাবু বলেন,“আমরা চাই অনৈতিকতা ও অশান্তি দূর হোক। দখল দারিদের বিরুদ্ধে পালটা দখলদারির প্রক্রিয়া ঠিক নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মর্যদা দেওয়া উচিত।”
লোকসভা নির্বাচনে এরাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টিতে জয় পাওয়ার পর কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির সৌজন্যে সিপিএম তাদের দখল হয়ে যাওয়া দলীয় কার্যালয় পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছ। আবার কোথাও কোথাও তৃণমূলের হাতে গড়া দলীয় কার্যালয় দখল কিম্বা ভাঙচুর করার অভিযোগও উঠেছে।
আরও পড়ুনঃ কাটোয়ায় পুরপ্রধানকে লক্ষ্য করে গ্লাস বোতল ছুঁড়ল দলীয় কাউন্সিলররাই
সেই প্রসঙ্গ উল্লখে করতে গিয়ে সুজন বাবু বলেন, “পুনরুদ্ধার ও দখল এক জিনিস নয়। রাজ্যের ভোট প্রক্রিয়া শুরু থেকে সিপিএম একক শক্তিতেই দলীয় কার্যালয় পুনরুদ্ধারে নেমেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584