নন্দীগ্রামে প্রার্থী মমতা, নির্বাচনের আগেই হার স্বীকার দাবি বাম বিজেপির

0
62

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ঘোষণাকে একযোগে আক্রমণ করল বাম ও বিজেপি। বিজেপির দাবি, দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে এসব বলছেন তৃণমূলনেত্রী। ওদিকে সিপিএমের কথায়, নির্বাচনের আগেই হার স্বীকার করে নিলেন মমতা।

cpim leader | newsfront.co

এদিন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়া প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২৯৪টা কেন্দ্রে আমিই প্রার্থী। আগে যদি জানতাম এদের প্রার্থী করতাম না। এক মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২৯৪টা কেন্দ্রের পর্যবেক্ষক আমিই’।

তাঁর কটাক্ষ, “এখন উনি ঘোষণা করলেন নন্দীগ্রামে প্রার্থী হবেন। উনি আর কত জায়গায় দাঁড়াবেন? আসলে নীচের তলা থেকে তৃণমূল কর্মীরা সরে যাচ্ছেন। তাদের আটকাতে এসব বলছেন তিনি। এভাবে তৃণমূল কংগ্রেস ডোবা নৌকাকে তীরে ভেরাতে পারবে না। আমরা ভবানীপুরেও চমক দেব।”

আরও পড়ুনঃ পদ্ম ফুটিয়ে ঘুমাতে যাওয়ার পাল্টা ‘নন্দীগ্রামে আমি দাঁড়াব-ই’

পাশাপাশি মমতার এই বক্তব্য প্রসঙ্গে কড়া ভাষায় আক্রমণ করেন সিপি আই(এম) পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, ‘ভবানীপুরে উনি জিততে পারবেন না বুঝে নিজের জন্য সব থেকে নিরাপদ আসনটা সবার আগে বেছে নিলেন। এভাবে নিজের পরাজয় নিজেই স্বীকার করে নিলেন উনি। সঙ্গে বিজেপিকে বার্তা দিলেন আমি তোমাদের পিছনে আছি। তৃণমূল ও বিজেপিতে পরাস্ত করতে হবে এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে।’

সঙ্গে তাঁর দাবি, “হলদিয়া শেষ করেছেন। নন্দীগ্রামে যাবতীয় সম্ভাবনা শেষ করেছেন। এখন বলছেন অশোকনগরে তেল পাওয়া গেছে নন্দীগ্রামে শিল্প হবে। সিঙুরে শিল্প স্থাপনের চেষ্টা করছেন। ভোটের আগে এসব ভাঁওতা মানুষ বুঝে গিয়েছে।”

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলায় তৃণমূল সার্কাসে পরিণত হয়েছেঃ অধীর

সোমবার নন্দীগ্রামে তৃণমূলের ভরা জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে সেখান থেকেই প্রার্থী হবেন তিনি। নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের আগেই বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। এদিন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে লড়ে জিতে দেখানোর চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল নেতা সৌগত রায়। এদিন দক্ষিণ কলকাতার মিছিল থেকে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় বলেন, ” বাংলায় বিভ্রান্তি তৈরি করছেন উনি। কলকাতা সহ সর্বত্র হারবে বিজেপি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here