লিড দিলে মিলবে ইনাম! সরব সুজন শমীক

0
80

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

কলকাতা পুরনিগম এলাকায় পিছিয়ে পড়া ওয়ার্ডে বিধানসভা ভোটে লিড দিতে পারলে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন পুরনিগমের মুখ্য প্রশাসক ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এর পাল্টা সমালোচনায় মুখর হলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ও বিধানসভার সিপিআই(এম) দলের পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীও।

Sujan Shamik | newsfront.co

শেষ লোকসভা নির্বাচনের ফলের নিরিখে কলকাতার বেশ কিছু ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। সেই সব ওয়ার্ডে দলকে লিড দিতে পারলেই এক কোটি টাকা ইনাম! সঙ্গে মিলবে পুরভোটের টিকিট। বৃহস্পতিবার কলকাতা পুরসভার কাউন্সিলর ও ব্লক নেতাদের নিয়ে বৈঠকে এই বার্তা দিল তৃণমূল নেতৃত্ব। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। চলতি মাসের শেষে প্রথম দফার নির্বাচন বঙ্গে। আজ অর্থাৎ শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। কারা প্রার্থী হচ্ছেন, ইতিমধ্যেই তা চূড়ান্ত হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ নির্বাচন ডিউটিতে রাখা যাবে না সিভিক ভলেন্টিয়ারদের: নির্বাচন কমিশন

কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে বিশেষ করে কলকাতার কাউন্সিলরদের মধ্যে এ নিয়ে অসন্তোষের খবর সামনে আসে। তার প্রেক্ষিতেই বৃহস্পতিবার তৃণমূল ভবনে কাউন্সিলর ও নেতাদের নিয়ে বৈঠকে বসে শীর্ষনেতৃত্ব। সেখানে ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় যুব সভাপতি অভিষেক, পুরনেতা ফিরহাদ হাকিমরা। ছিলেন প্রশান্ত কিশোরও।

আরও পড়ুনঃ এনপিআর(NPR)-এর ফিল্ড ট্রায়াল শুরু হচ্ছে শীঘ্রই

সূত্রের খবর, নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেওয়া হয় নেত্রী যাঁকে প্রার্থী করবেন, তাঁকেই সমর্থন করতে হবে। তাঁর হয়েই প্রচারে নামতে হবে। লোকসভা ভোটে যেখানে পিছিয়ে পড়েছিল দল সেখানে লিড দিলে পুরস্কার হিসেবে দেওয়া হবে এক কোটি টাকা। বলা হচ্ছে, কাউন্সিলর পিছু তহবিলে এলাকার উন্নয়নের জন্য ওই টাকা দেওয়া হবে ‘ইনসেনটিভ’ হিসাবে।

তৃণমূলের এই ‘ইনামে’ র প্রতিশ্রুতিকে ‘খুনের সুপারি’ র সঙ্গে তুলনা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “তৃণমূল আদতে কোনও রাজনৈতিক দলই নয়। দেউলিয়াপনার নিদর্শন দিচ্ছে ওরা।সেই কারণেই এভাবে ভোটে জেতানোর চুক্তিপত্র দেওয়া হচ্ছে।“

তৃণমূলের এই প্রতিশ্রুতির তীব্র নিন্দা করেছেন বাম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, “এভাবে অর্থের প্রলোভন দেওয়া বেআইনি। নির্বাচন কমিশনের উচিত ব্যবস্থা নেওয়া।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here