নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত ১৯শে ডিসেম্বর মেদিনীপুর শহরের কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। সেই যোগদান প্রসঙ্গে হলদিয়াতে এক জনসভায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন এতে বিজেপির কি লাভ হবে জানিনা তৃণমূলের কি লাভ হবে জানিনা তবে ক্ষতি হবে সাধারণ মানুষের।
“যাহাই তৃণমূল তাহাই বিজেপি”, বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে সিপিআইএমের জনসভায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
আরও পড়ুনঃ বিজেপি’র বিরুদ্ধে লড়াইয়ে যদি এক লক্ষ কেসও খেতে হয় খাবঃ মদন মিত্র
পাশাপাশি, রাজ্যপালকে অপসারণের দাবিতে তৃণমূল সাংসদের চিঠি দেওয়ার প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূলের কোন সদস্য বা সাংসদ চিঠি দিলে কোনদিন কার্যকারী হয় না, কারণ তৃণমূল একজনেরই, যদি রাজ্য সরকার চিঠি দেয় তা যুক্তিসঙ্গত।”
আরও পড়ুনঃ দুষ্কর্ম অজানা! শাহীনবাগের বন্দুকবাজকে মিষ্টিমুখ করিয়ে দলে নিয়েই বহিষ্কার বিজেপির
পাশাপাশি মেদিনীপুর শহরের কলেজ মাঠে অমিত শাহের সভাতে শুভেন্দু অধিকারী সহ সিপিআইএম বিধায়ক তাপসী মন্ডল বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ১৮ বছর বয়স হলে নিজস্ব অধিকার আছে সিদ্ধান্ত নেওয়ার। সিদ্ধান্ত নিয়েছেন ভালো নিয়েছেন, এবার ঠেলা বুঝবেন! হলদিয়ার মানুষ আছে তো, উনি নিজের হিম্মতে জেতেননি পিছনে লাল ঝান্ডা ছিল। এমনই মন্তব্য সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584