সহকর্মী কোভিড পজিটিভ, গৃহবন্দি সুজন চক্রবর্তী

0
127

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজনৈতিক মহলে আগেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছে বহু রাজনীতিবিদ।

Sujan Chakraborty | newsfront.co
সুজন চক্রবর্তী। ফাইল চিত্র

এবার করোনা সংক্রমণ ধরা পড়ল পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর গাড়ির চালকের। যার জেরে বুধবার বিধানসভার বাদল অধিবেশনে যোগ দেওয়া হল না সুজনবাবুর। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

বুধবার অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ বিধানসভার ১ দিনের বাদল অধিবেশন। অধিবেশনের আগে সমস্ত বিধায়ক, কর্মী ও বিধায়কদের গাড়ির চালকের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই পরীক্ষাতেই সুজনবাবুর গাড়ির চালকের করোনা সংক্রমণ ধরা পড়ে।

আরও পড়ুনঃ পুজোর আগেই সারদাকাণ্ডে চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারে সিবিআই

টুইটে সুজনবাবু জানিয়েছেন, “আমার সংক্রমণ নেই। তবে আমার এক সহকর্মী, যিনি আমার গাড়ি চালান, তাঁর করোনা সংক্রমণ ধরা পড়েছে। আমি নিয়ম মেনে নিজেকে কোয়ারেন্টাইনে রাখছি। পরে আবার পরীক্ষা করাবো। ১ সপ্তাহ আমি নিজেকে সমস্ত কর্মসূচি থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। গত মাসের প্রথম সপ্তাহেও করোনা পরীক্ষা করিয়েছিলাম। সেই রিপোর্টও নেগেটিভ এসেছিল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here