উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কে ডি সিংকে গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন তুললেন বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। বুধবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপি আই(এম) বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, “কে ডি সিংহ গ্রেফতার হয়েছেন।
আরও পড়ুনঃ অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদকে গ্রেফতার করল ইডি
যে গ্রেফতার হওয়া উচিত ছিল অনেক আগে। দেরি করতে করতে শেষমেশ এখন গ্রেফতার করা হল। প্রতারিত মানুষগুলোর কি টাকা ফেরতের বন্দোবস্ত হল? তার উদ্যোগ কি সিবিআই নিল? লোক দেখানো কাজ যেন না হয়। মাননীয়ার কাছে আমাদের প্রশ্ন, কে ডি সিংহ কি ‘ভাইপোর’ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন? কেডি সিংহের প্লেন এবং হেলিকপ্টার ব্যবহার করে গোপনীয়ভাবে দিল্লি থেকে কলকাতায় আসা হয়েছিল।
তাতে কারা কারা সওয়ারি হিসেবে ছিলেন? তিনি বাংলার মানুষ না হওয়া সত্বেও তাঁকে রাজ্যসভার সদস্য করা হল কেন? অর্থ ফেরতের দায়িত্ব মাননীয়ার রয়েছে কি না?”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584