বেইমানরা কারোর আপন হতে পারে না, মেদিনীপুরে বললেন সুজাতা

0
56

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

sujata mandol khan | newsfront.co
সুজাতা খাঁ মন্ডল ৷ নিজস্ব চিত্র

রবিবার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামারমুড়ি এলাকায় এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা খাঁ মণ্ডল, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের নেতা সুজয় হাজরা-সহ আরও অনেকে।

public meeting | newsfront.co
নিজস্ব চিত্র

সুজাতা খাঁ মণ্ডল তার ভাষণে বলেন বিজেপি নামক করোনা ভাইরাস থেকে দলের কর্মী-সমর্থকদের দূরে থাকতে হবে। তিনি বলেন এরা হিন্দু মুসলিমদের মধ্যে গন্ডগোল লাগানো চেষ্টা করে। হিন্দু-মুসলমানের মধ্যে গন্ডগোল হলে কোন নেতা মারা যায় না মারা যায় সাধারণ মানুষ ।২০০২ সালে গুজরাটের গোধরায় যে কি ঘটনা ঘটেছিল তা সকলেই জানেন।কিন্তু আমরা হিন্দু মুসলিম বলে কিছুই ভাবি না। আমরা ভাবি একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ।

তিনি তাঁর ভাষণে আরও বলেন, দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা খোঁজার চেষ্টা করছে। কিন্তু আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করছেন। তাই আপনারা দিদির পাশে থাকবেন। তিনি বলেন, যে যারা দলকে পিছন থেকে ছুরি মারলো, সেই বেইমানরা কোনদিন কারও আপন হয় না। ওই বেইমানদের বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবে।

আরও পড়ুনঃ হলদিয়া এসে প্রধানমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী

তিনি শুভেন্দু অধিকারী ও রাজীব ব্যানার্জীর নাম না করে এই ভাবেই তাদের তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন আরও যারা যেতে চান দল থেকে চলে যান। কারণ কালীঘাটে ওত পেতে রয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহ। দিদি যখন পচা ডিম পচা আলু ছুঁড়ে বাইরে ফেলে দিচ্ছে তখন ওরা সেইগুলি হাতে নিয়ে বলছে বহুমূল্যবান আমরা জিনিস পেয়েছি। তাই তৃণমূলের পচা ডিম আলু নিয়ে যারা ভাবছেন বাংলা দখল করবে তাদের বাংলা দখলের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ বিজেপির মত অসভ্য বর্বর দলকে বাংলার বুকে কোনদিন ক্ষমতায় নিয়ে আসবে না।

আরও পড়ুনঃ কুমারগ্রামে বিমলের ফ্লপ জনসভা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন

তিনি আরও বলেন যে দুয়ারে দুয়ারে সরকার, বিজেপি তোদের মুখে ঝাঁটা মারা দরকার। তাই এই সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান । বলেন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাদের পাশে রয়েছে উন্নয়নে চিন্তা করতে হবে না।

বিজেপির মিথ্যা অপপ্রচারে কান দেবেন না। যারা গুজরাট, উত্তরপ্রদেশকে সোনার গুজরাট উত্তরপ্রদেশ করতে পারেনি তারা কোনদিন বাংলায় এসে বাংলাকে সোনার বাংলা গড়তে পারবে না। কারণ পচা জিনিস কি কাজে লাগে তা সকলের জানা আছে। তাই পচা জিনিস নিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন বিজেপির কাছে স্বপ্নই থেকে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here