বিজেপির ধর্মীয় নীতি বাংলার মানুষ মেনে নেবে নাঃ সুজাতা মন্ডল খাঁ

0
73

শ্যামল রায়, পূর্বস্থলীঃ

বিজেপির ধর্মীয় বিভাজন নীতি বাংলার মানুষ কোনভাবেই মেনে নেবে না, তা স্পষ্ট জানিয়ে দিলেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে আসা সুজাতা মন্ডল খাঁ। বৃহস্পতিবার পূর্বস্থলী উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বিশ্বরম্ভা হাইস্কুল ফুটবল ময়দান প্রাঙ্গণে।

stage | newsfront.co
নিজস্ব চিত্র

এই মাঠে বক্তব্য রাখছিলেন সুজাতা মন্ডল, তিনি জানিয়ে দেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় বাংলাজুড়ে যেমন ব্যাপক উন্নয়নমুখী কাজ হয়েছে, পাশাপাশি একাধিক সরকারি প্রকল্প সুযোগ-সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। আমি মনেপ্রাণে বিজেপির কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না তাই বাধ্য হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি মমতা সরকারের উন্নয়নমুখী কাজ দেখে।

আরও পড়ুনঃ রবির মেজদা মোদীর ভাষণে বড়দা- কটাক্ষ ব্রাত্যর

sujata khan | newsfront.co
নিজস্ব চিত্র

বলতে বাধ্য হচ্ছি তৃণমূলের একাধিক উন্নয়নমুখী কাজের কাছে বিজেপি দল ভয় পেয়েছে তাই অপপ্রচার, মিথ্যা কথা বলে বাংলায় শাসন করতে উঠে পড়ে লেগেছে, যাকে বাংলার মানুষ কোনভাবেই মেনে নেবে না। তিনি উল্লেখ করেছেন যে কৃষকের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে থাকার কথা জানিয়েছেন অন্য কেউ সে কথা কিন্তু বলছে না। বাংলার মাটিকে রক্ষা করতে হবে বাংলাকে কিছুতেই গুজরাত হতে দেব না।

আরও পড়ুনঃ স্টেট এজেন্সি কেন্দ্রের প্রকল্পের কোনো কাজ করতে চায় নাঃ প্রলহাদ সিং প্যাটেল

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে যেভাবে মুখ্যমন্ত্রী কে আক্রমণ করছে তা কার্যত বাংলাকে অবমাননার শামিল। বাংলার নানাবিধ সরকারি প্রকল্পের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন উপস্থিত নেতারা। কেন্দ্র সরকারের পরিসংখ্যান তুলে ধরে বলেন যে, অনেকটাই মিথ্যা কথা বলে আমাদের বাংলার মানুষদের অসম্মান করছেন। তাই বিরোধীরা যতই পরিবর্তনের পরিবর্তন আনার কথা বলুক না কেন, উন্নয়নের নিরিখে বাংলার কাছে ভারতবর্ষের কোন রাজ্য নেই।

এদিন কেন্দ্রের কৃষক বিলে নয়া নীতির বিরোধিতা করে বক্তব্য রাখেন রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন,কেন্দ্রের বিজেপি সরকার আগুন নিয়ে খেলছে। আমাদের কৃষক ভাইয়েরা বাংলায় যেভাবে শান্তিতে রয়েছেন, কৃষক যেভাবে সরকারি প্রকল্পের সুযোগ পাচ্ছেন দেশের অন্য কোন রাজ্যে পায় না বলে তিনি দাবি করেছেন।

আরও পড়ুনঃ সাগরেও বিজেপি করার অপরাধে আমাদের কর্মীদের মারা হচ্ছেঃ দিলীপ ঘোষ

বিজেপি যতই চিৎকার করুক ধর্মীয় বিভাজন নীতি নিয়ে মানুষকে ভাগ করার চক্রান্ত করুক বাংলার মানুষ কোনভাবেই তা মেনে নেবে না বলে উল্লেখ করেছেন তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, কুণাল ঘোষ সহ দলীয় নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here