উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
তৃণমুল থেকে বিজেপিতে গেলেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এবার বিজেপি থেকে তৃণমূলে এলে সেই দল বা পিছিয়ে থাকবেন কেন! এবার তৃণমূলে ফেরার একদিনের মধ্যে রাজ্যের তরফে পুলিশি নিরাপত্তা পেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ।
কলকাতায় তাঁর সর্বক্ষণের নিরাপত্তার জন্য তিনজন পুলিশকর্মী থাকবেন। একইসঙ্গে বাঁকুড়ার বড়জোড়ায় সুজাতার বাড়িতে নিরাপত্তার জন্য একজন এএসআই এবং একজন কনস্টেবলকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। মঙ্গলবারই নবান্নের তরফে সুজাতাকে নিরাপত্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সোনামুখীতে পুর স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
এদিকে, তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার পূর্বস্থলীতে যেখানে জনসভা করেছেন শুভেন্দু অধিকারী, চলতি মাসেই সেখানে পাল্টা সভা করবে ঘাসফুল শিবির। সেই সভায় বক্তা হিসাবে থাকবেন সুজাতা।প্রসঙ্গত, বিজেপিতে ‘সম্মান’ নেই। এই অভিযোগ করেই সোমবার তৃণমূলে যোগ দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ।
আরও পড়ুনঃ ঝগড়ুটে, মারধর করত সুজাতার বিরুদ্ধে আইনি নোটিসে অভিযোগ সৌমিত্রর
তারপরই সাংবাদিক সম্মেলনে সুজাতাকে আইনি নোটিস পাঠানোর কথা ঘোষণা করেন সৌমিত্র। তৃণমূলের ন্যক্কারজনক রাজনীতির বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদ। তারপরই বিবাহ বিচ্ছেদ চেয়ে আইনি নোটিস পৌঁছয় সুজাতার কাছে।
এদিকে সুজাতার বিজেপিতে যোগদান নিয়ে আজ সাংবাদিক সম্মেলনের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “এখনও জানি না, উনি বিজেপির প্রাথমিক সদস্য ছিলেন কিনা! তাতেই লাফাচ্ছেন সৌগত রায়ের মত নেতা! হায়”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584