বিশেষ প্রতিনিধি,দক্ষিন দিনাজপুরঃ
রবিবার বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সাফ সাফ জানিয়ে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে।যদি তা না দেওয়া হয় তাহলে বিজেপি মানুষকে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে বলবো বলে জানান, বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।রবিবার বিকেলে বালুরঘাট প্রশাসনিক ভবনের সভায় জেলা শাসক ডঃ দীপাপ প্রিয়া,পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠির সামনেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আলোচনা করেন।বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
জানা যায়,মোট বুথের সংখ্যা ১৫৩০।যার মধ্যে ৫০২ টি বুথ স্পর্শকাতর।
রবিবাসরীয় শেষ ভোটের প্রচারে তৃণমূল দলের প্রার্থীর পক্ষে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ,দীপক অধিকারী(দেব)এবং পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বালুরঘাট,বুনিয়াদপুরে প্রচারের শেষ বেলায় ঝড় তোলে।তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে সীমান্তে বিএসএফ বাহিনী সম্পর্কে অভিযোগ জানিয়ে বলেন এই বাহিনীর জোয়ানেরা সীমান্তের ভোটারদের বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছে।অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে।এদিন বামফ্রন্টের সমর্থনে একটি মহামিছিল বের হয়।নির্বাচনী প্রচারের মহামিছিলে বামফ্রন্টের আরএসপি প্রার্থী রনেন বর্মন সহ বিশিষ্ট বামফ্রন্ট নেতৃবৃন্দ নির্বাচনের অন্তিম মিছিলে পা মেলান।সোমবার ভোটকর্মীরা জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট নেবার জন্য রওনা দেবে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে ভোট উৎসবের তৃতীয় দফার ভোট শুরু হবে।ভোট পর্ব অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে হবার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানা যায়।বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী১৩জন হলেও মূলত চতুর্মুখী লড়াই হতে চলেছে।চতুর্মুখী লড়াই হবে মূলত তৃণমূলের বিদায়ী সাংসদ অর্পিতা ঘোষ,বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার,জাতীয় কংগ্রেসের প্রার্থী আবদুস সাদেক সরকার এবং বামফ্রন্ট সমর্থিত (আর এস পি)প্রার্থী রনেন বর্মনের মধ্যে।
আরও পড়ুনঃ বহরমপুরে নির্বাচনী জনসভায় দেরিতে যোগী,ছায়ার খোঁজে জনতা
সমগ্র দক্ষিণ দিনাজপুরে এবার একটা আলোচনা জেলার অলিগলিতে এবারে বালুরঘাট কেন্দ্রের সর্বত্র যে ভাবে কৃষকরা ধান চাষের পরিবর্তে পদ্ম ফুলের চাষের উপর অধিক হারে নজর দিয়েছে এবং তার সাথে তৃণমূলের অন্তঃকলহ যে প্রকটভাবে দেখা দিয়েছে তাতে করে বিরোধী শিবিরের প্রার্থীর সোনায় সোহাগা রাজনৈতিক বিশ্লেষকদের মতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584