শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতি হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। অন্যদিকে, পদোন্নতি ঘটলো দিলীপ ঘোষের জানা গিয়েছে এমনটাই।
সোমবার বিজেপির পক্ষ থেকে একটি বিজ্ঞতি প্রকাশ করে রাজ্য বিজেপির সভাপতি পদে সুকান্ত মজুমদারের নিয়োগের কথা ঘোষণা করেন সর্ব ভারতীয় মহা সচিব অরুণ সিং। দিলীপ ঘোষকে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি করা হচ্ছে বলে জানা গিয়েছে দলীয় সূত্রে। অবিলম্বে রাজ্য সভাপতির পদ পরিবর্তন কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।
Heartiest congratulations to both Shri @DilipGhoshBJP for being appointed as National Vice President of @BJP4India & Shri @DrSukantaMajum1 for being appointed as President of @BJP4Bengal.
I wish them very best & believe that both would give their best to strengthen the Party.— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 20, 2021
রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল যে দ্রুত বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তন হতে পারে। সূত্রের খবর দিলীপ ঘোষ বেশ কয়েকজন পছন্দসই প্রার্থীর নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠান, সেই তালিকায় নাম ছিল সুকান্ত মজুমদারেরও। তাঁর পছন্দেই সিলমোহর দিয়ে সুকান্তবাবুকে রাজ্য সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ “খুনের মামলার একজন জীবিতই রয়েছেন”, সুপ্রিম কোর্টে দাবি সিব্বলের, পিছালো শুনানি
বিজেপি সূত্রের খবর, সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির খুবই ঘনিষ্ঠ এবং তিনিও সঙ্ঘ পরিবার থেকেই এসেছেন। তাই দিলীপ ঘোষের উত্তরসূরি হিসেবে তাঁর ওপরেই ভরসা রাখলো বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই যে দিলীপকে সরিয়ে দেওয়া হবে সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিলনা বঙ্গ বিজেপির নেতাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584