নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো ভারতেও জাঁকিয়ে বসেছে এই ভাইরাস। হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এহেন পরিস্থিতি সামাল দিতে বিশ্বের তাবড় বিজ্ঞানীরাও রাত-দিন এক করে পরীক্ষা-নিরিক্ষা চালিয়ে যাচ্ছেন করোনা ভ্যাকসিনকে বাজারে আনার জন্য।
আর এত কিছুর মধ্যেও বিজেপি নেতা-মন্ত্রীরা করোনা মোকাবিলায় একের পর এক নিদান দিয়েই চলেছেন। যার সাম্প্রতিকতম সংযোজন হল, শাঁখ বাজালে ও কাদা মাখলে নাকি করোনা মোকাবিলা করা সম্ভব। কিন্তু এই অবস্তাব নিদান যিনি দিয়েছেন সেই বিজেপির সংসদ সদস্য সুখবীর সিং জৌনপুরিয়া নিজে শাঁখ বাজিয়ে ও কাদা মেখেও নিস্তার পেলেন না। এবার করোনায় আক্রান্ত হলেন তিনি নিজেই।
BJP सांसद सुखबीर जौनपुरिया ने बिना कपड़ों के मिट्टी में बजाया शंख, बोले- ऐसे भागेगा कोरोना#Covid_19 #ViralVideo pic.twitter.com/nD6s3cLhgQ
— News24 (@news24tvchannel) August 14, 2020
সম্প্রতি তাঁর সেই ভাইরাল হওয়া ভিডিওটিতে তাঁকে যেমন করোনা মোকাবিলায় কাদায় গড়াগড়ি খেতে দেখা গিয়েছে, তেমনই নাগাড়ে শাঁখ বাজাতেও দেখা যায়। এরপরই তিনি দাবি করেছিলেন এসব করলেই করোনা থাকবে শত হাত দূরে। কিন্তু বাস্তবটা যে তাঁর দাবি মোতাবেক হবে না তা বোঝা গেল গতকাল, সোমবার।
আরও পড়ুনঃ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৮০ হাজারের গন্ডি
এদিনই শুরু হয় সংসদের বাদল অধিবেশন। সেখানে ঢোকার আগেই সমস্ত সংসদ সদস্যদের করোনা টেস্ট করা হয়। তাতেই ৩০ জন সংসদ সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে। সেই তালিকায় রয়েছেন সুখবীর সিং জৌনপুরিয়াও। এরপরই নেটিজেনদের মধ্যে অনেকেই অদ্ভূত এই নিদানের বিষয়ে প্রশ্ন তুলেছেন, কাদা মেখে আর শাঁখ বাজিয়ে শেষমেশ লাভ কী হল?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584