দীনেশ ত্রিবেদীর পদত্যাগ প্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ সুখেন্দু শেখর রায়ের

0
94

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গত শুক্রবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী নাটকীয় কায়দায় সাংসদ পদ থেকে ইস্তফা দেন। রাজ্যসভায় নিজের বক্তব্য রাখার সময় ‘দলে দম বন্ধ হয়ে আসছে’ বলে ইস্তফার কথা ঘোষণা করেন তিনি। এই ঘটনার পরেই বঙ্গ রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তখনই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে মোখিকভাবে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। সেই ইস্যুতে এবার চেয়ারম্যানকে চিঠি লিখলেন সুখেন্দুশেখর রায়। গোটা ঘটনার পিছনে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ করেছেন তৃণমূলের এই আইনজীবী সাংসদ। ঘটনার তদন্তের দাবি করেছেন তিনি।

leader | newsfront.co
ফাইল চিত্র

এর আগে দীনেশ ত্রিবেদীর পদত্যাগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি বলেন “রাজ্যসভায় বাজেটের উপর তৃণমূলের দু’জনের বলার কথা ছিল। দীনেশের বলার কথা ছিল না। কিন্তু অধিবেশন শুরু পর বিজেপিকে ম্যানেজ করে বলার জন্য সময় বরাদ্দ করেছেন দীনেশ। আগেই সব ঠিকঠাক করা ছিল, নাহলে ডেপুটি চেয়ারম্যান তাঁকে সময় দিতে পারেন না আচমকা।”

চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় লিখেছেন, “তৃণমূলের পক্ষে বক্তা ছিলেন না দীনেশ, সময়ও শেষ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও চার মিনিট ধরে বক্তব্য রাখলেন তিনি। বাজেট আলোচনায় অবাঞ্ছিত হস্তক্ষেপ। চেয়ারম্যান তা থামাতে কোনও পদক্ষেপ করেনি। দীনেশ ত্রিবেদী তাঁর নিজস্ব রাজনৈতিক স্বার্থে রাজ্যসভার অপব্যবহার করেছেন। এই ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা খতিয়ে দেখতে অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত।”

আরও পড়ুনঃ আন্দোলনে মৃত কৃষকদের সম্পর্কে নির্মম মন্তব্য বিজেপি মন্ত্রীর

১২ ফেব্রুয়ারি দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। রাজ্যসভায় অধিবেশন চলাকালীনই নাটকীয়ভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন দীনেশ। রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “দলে দম বন্ধ হয়ে আসছে। এটাই অবস্থান নেওয়ার সেরা সময়। আর চুপ করে থাকা যাচ্ছে না। বাংলায় হিংসা হচ্ছে। আমার খারপ লাগছে। আমি ভাবছি এখানে বসে কি করব? তাই সেখানে গিয়েই কাজ করা ভাল বলে মনে করছি। এজন্য রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছি।” একই সঙ্গে তিনি বলেন, “দেশ, নাকি দল ও ব্যক্তি আগে। আমার অন্তরাত্মা আমাকে বলছে দেশ সবার ঊর্ধ্বে। ভারতে দিকে তাকিয়ে গোটা বিশ্ব। কোভিড মোকাবিলাই তার প্রমাণ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here