নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ইদানিং বেশ কিছুদিন ধরে ‘ভুয়ো’ সরকারি আধিকারিকের একটা ঢেউ লক্ষ্য করা যাচ্ছিল, এবার তার মধ্যে যোগ হলো পুলিশ কমিশনারের ‘ভুয়ো’ কন্যা। যাদবপুরের বাসিন্দা এই ‘ভুয়ো’ নগরপাল কন্যা সুলগ্না ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে।
নিজেকে কখনও কলকাতা পুলিশের সার্জেন্ট, কখনও বা সাব-ইনস্পেক্টর আবার কখনও খোদ পুলিশ কমিশনারের মেয়ে বলে নিজেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পরিচয় দিচ্ছিলেন যাদবপুরের বিক্রমগড়ের তরুণী সুলগ্না ঘোষ।
ইনস্টাগ্রামে পুলিশের পোশাক পরে ছবি দেন সুলগ্না, প্রোফাইলে নিজেকে কলকাতা পুলিশের নগরপালেরের মেয়ে বলে উল্লেখ করেন তিনি। আর তা দেখেই সুলগ্নারই এক পরিচিত অভিযোগ করলেন পুলিশের কাছে। পুলিশ সম্পর্কে নেটমাধ্যমে ভুল বার্তা ছড়াচ্ছে, এই অভিযোগ তুলেই কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করা হয় সুলগ্নার বিরুদ্ধে।
আরও পড়ুনঃ এবার ভুয়ো ইডি অফিসারের প্রতারণার শিকার তৃণমূল সাংসদ শান্তনু সেন, পুলিশের দ্বারস্থ
যদিও সুলগ্না দাবি করেছেন ইউটিউবে ভিডিয়ো বানানোর জন্য তিনি পুলিশের পোশাক ভাড়া করেছিলেন এবং সেই পোশাক পরেই ছবি আপলোড করেছিলেন। সুলগ্নার আরও দাবি, কলকাতা পুলিশের কোনও মহিলা সার্জেন্ট হয় না, তাই আপাতভাবে কোনও আইনবিরুদ্ধ কাজ তিনি করেননি। তবে পোশাকগুলি তিনি কোথা থেকে ভাড়া করেছেন তার কোনও স্পষ্ট উত্তর দেননি সুলগ্না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584